আমাদের কথা খুঁজে নিন

   

জীনের বাদশার সাথে ফোনালাপ



নৌগা জেলার সুলতান শাহের মাজার থেকে. তারিখ : ২৪ জানুয়ারী ২০১১ সময়: রাত ১০.৩৮ মিনিট কল duration ১৪ মিনিট ৫১ সেকেন্ড ফোনে নাম্বার: 01734320726 (জীনের বাদশার) জীনের বাদশা: আসালামুয়ালায়কুম ওয়া রারামতুল্লাহ , হে বাবা মানব সন্তান আমার কথা কী শুনতে পাচ্ছেন ? ( বিকৃত গলায়) আমি: ওয়ালাইকুম সালাম ওয়া রহমতুল্লাহ, আপনি কে ভাই কথাত বোঝা যায় না জীনের বাদশা: আমি জীন জাতী আমার কথা বুঝতে হলে তোমাকে বাবা খুব মনোযোগ দিয়া শুনতে হবে, তুমি পারবেত বাবা ? আমি: জী জী জী শুনব শুনব জীনের বাদশা: আচ্ছা বলত আল্লাহর ১৮ হাজার মখলুকাত এর মধ্যে দুইটা জাতীর বিচার হবে, জাতী দুইটা কারা? আমি: মানব জাতী আর জীন জাতী জীনের বাদশা: মাশাল্লাহ সুভানাল্লাহ.... জীন জাতী মিথ্থা কথা বলে না তুমিও ওয়াদা কর সব সত্যি কথা বলবে ? (আমি হা সুচক বলার পরে) মহান আল্লাহর আদেশে কিছু গুপ্ত ধন তোমাকে দিব বাবা তুমি কবুল কর এবং আলহামদুলিল্লাহ বল... (আলহামদুলিল্লাহ বললাম) তোমার কপাল খুব ভালো তুমি সারা জীবন আরাম আয়েশে কাটাতে পারবা তোমার আর কোনো চিন্তা নাই, আমি: আচ্ছা আমি কী কী পাব ? জীনের বাদশা: তোমার ভাগ্য অনেক ভালো বাবা, মোট চারটা পিতলের বড় হারিতে অনেক সম্পদ আছে, সোনা ও রুপার মুদ্রা আছে আর একটা হারিতে আছে স্বর্ণের অলংকার তুমি এখনি তিন বার আল্হাম্দুল্লিল্লাহ সুরা পরে বুকে তিন বার ফু দেও. আমি: বাবা আমার এখন অজু নাই, তাই সুরা পড়তে পারব না, জীনের বাদশা: তাহলে তিন বার সুভানাল্লাহ বলে বুকে ফু দেও. আর তুমি আর এই গায়েবী সম্পদ হাতে না পাওয়া পর্যন্ত কাওকে বলতে পারবা না. তুমি আমার সব কথা মেনে চলবা. আমি: আচ্ছা বাবা, এই সম্পদ গুলো কী বাজারে বিক্রী করতে পারব? জীনের বাদশা: বিক্রী করতে পারবা তবে প্রথমে তোমার সব ঋণ শোধ করতে হবে তারপর একটা পাকা মসজিদ বানাতে হবে তাপর তোমার নিজের জন্য খরচ করবা. বাবা তুমি কোন অঞ্চলে বাস কর? পরিবারে কে কে আছে? তুমি কী কর? আমি: বললাম যশোর জেলায় বাস করি, ইলেকট্রনিক্স এর ব্যবসা করি. পরিবারে দুই বাচ্চা আর দুইটা বউ আছে, পরের বউ হেব্বি সুন্দরী, সেইরকম জিনিস. জীনের বাদশা: সী সী নিজের ইস্ত্রী সম্মন্ধে আইভাবে বলতে নাই. আমি: আচ্ছা বাবা বলেনতো গুপ্ত ধন আমি পাব কীভাবে? জীনের বাদশা: আমি তোমাকে সব বলব আগামী কাল রাতে, তার আগে তোমাকে কিছু কাজ করতে হবে, তুমি আগামী কাল জোহর নামাজ এর আগে মসজিদে তিনটা বদনা দান করতে হবে আর এই মোবাইল নাম্বার তা মসজিদের ইমাম সাহেবের, তার নাম্বার a ৩০০ টাকার flexi দিবা ক্ষতি পোষানোর জন্য তারপর রাতে তোমাকে সব নেওম কানুন বলে দিব, তুমি পারবে তো বাবা? বললাম হে পারব অবস্যই, তাহলে আমার সাথে সালাম বিনিময় করে আমাকে বিদায় দাও .. আসালামুয়ালায়কুম ওয়া রহমতুল্লাহ.

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ৪৮ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.