যে চলে যায় সে বেঁচে যায়
যে থাকে সে ধূকে ধুকে জীবন খায়।
নগ্ন কেঁচো আর শীতল দেহের সাপ কী একই অর্থ বহন করে?
জীবন যেখানে সংগ্রামের প্রতিবিম্ব লেগে থাকা সেখানে আর কীবা দিতে পারে?
আমি তুমি-তুমি আমির ইতিহাসকে একপাশে রেখে
শেষবারের মতো বলো ভালো থেকো বন্ধু।
তোমার বিদায় বেলায় আবেগে বিহ্বল আমার অশ্র“জল নয়
হাঁসি মুখে বলছি সত্যিই আমার মুক্তি দিলে...?
যাওয়ার বেলায় বলতে ভুলোনা চিরচেনা তোমার সে বাণী
‘বেয়াদব’।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।