আমাদের কথা খুঁজে নিন

   

সাকিবরে থাপরানো উচিত ... ত্যাদড় হইয়া যাইতাছে দিন দিন


আজকে প্রথম আলোতে সাকিবের লেখাটা পরেন... পোলাটা দিন দিন কত বেদ্দব হইতাছে সে খেলতাছে দুই দিন হয় নাই এখনি পুরান খেলোয়াড়দের পঁচায়। আরে বেটা তুই এখন দেড লাখ টাকা বেতন পাইয়া ৫৮ রানে হারস কিন্তু আমিনুল ইসলাম বুলবুল , হাবিবুল বাশাররা ৫-১০ হাজার টাকা পাইয়াও খেলছিলো। কিন্তু এতো বাজে স্কোর করেনি কখনো। করলেও নিজের ভূল স্বীকার করছে। তোর মতো Arrogant হইয়া যায় নেই।

বিনয় শিখ। তাইলে ভবিষ্যতে ভালো করতে পারবি। আর মানুষকে সম্মান করতে শিখ। দেশের এতোগুলো মানুষ এতো আবেশ নিয়া খেলা দেখতে গেছে , তোরা গো হারা হারছস। তাও দেশের মানুষ তোদের সমর্থন দিচ্ছে।

আর তুই নিজের দোষই স্বীকার করস না। উলটা দেশের কে কি কইল, কোন সাবেক খেলোয়াড় তোরে ধুইল এগুলা নিয়া ব্যস্ত। খেলার চেয়ে অধিক মনোযোগ কলাম লেখায়। তাও এই ভাষায়।
 


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।