আমাদের কথা খুঁজে নিন

   

শালার কেকেআর। হারবো তবু সাকিবরে নিবোনা।

চলতে চলতে হয়ত একদিন পৌছে যাব।

আরো একটা ম্যাচ বসিয়ে রাখলো সাকিবরে। তো তোরা যদি বসাইয়াই রাখবি তো কিনলি কেন???? অন্য দলে যাদের ভাল স্পিনার নাই তারা কিনলে তো রোজই খেলাইতো। সাকিব যতদিন খেলছে ততদিন আব্দুল্লার উইকেট সাকিবের চেয়ে কম ছিল। এখন সাকিব ম্যাচ খেলতে পারছে না তাই সেই সুযোগে সে তালিকার ২ এ উঠে গেছে।

সাকিব খেললে সাকিবই ২ এ থাকতো। মরগান রে যতগুলো ম্যাচ খেলাইছে সাকিব খেললে এতদিনে ঠিকই ২-১ ম্যাচ ম্যান অব দা ম্যাচ হইত। কিন্তু কি করা যাইব। তাদের দল। তারা লইলে খেলতে পারব।

না লইলে পারবো না। আমাদের একটাই ক্ষমতা হাতে রিমোট আছে টিভি বন্ধ কইরা রাখুম। যা, দেখলাম না তোদের খেলা।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।