আমাদের কথা খুঁজে নিন

   

শ্রীমঙ্গল ব্যবসায়ী সমিতি নির্বাচনঃ চলছে ভোটারদের নির্বাচনী প্রচারনাঃ দুই প্যানেলে প্রার্থী ৪২ সতন্ত্র ৪

আমি সততা ও স্বচ্ছতায় বিশ্বাস করি।

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে এবার জমে উঠেছে ব্যবসায়ী সমিতির নির্বাচন। গোটা শহর জুড়ে চলছে প্রার্থীদের ব্যাপক নির্বাচনী প্রচার-প্রচারনা। পাষ্টার লিফলেটে ছেয়ে গেছে শহরের প্রতিটি স্পট। এবারের নির্বাচনে দুই প্যানেলে প্রার্থীতা করছেন ৪২ জন এবং সতন্ত্র প্রার্থী রয়েছেন ৪ জন।

বিগত সমিতির মেয়াদ প্রায় ৮ মাস আগে শেষ হয়ে গেলেও নানা সমস্যার কারনে নির্বাচনের তফশীল ঘোষণায় বিলম্ব হলেও শহরের ব্যবসায়ীদের মধ্যে তেমন প্রতিক্রিয়া সৃষ্টি হয়নি। তফশীল অনুযায়ী আগামী ৯ মার্চ অনুষ্ঠিত হবে শ্রীমঙ্গল ব্যবসায়ী সমিতির নির্বাচন। নির্বাচনের দিন যত ঘনিয়ে আসছে প্রার্থীদের ব্যস্ততা ততো বেড়ে উঠছে, ব্যবসায়ীদের মধে দেখা দিচ্ছে প্রাণচাঞ্চল্য। এদিকে প্রার্থীরা দলীয় কিংবা এককভাবে ভোটারদের দ্বারে দ্বারে ঘুরে সকাল থেকে গভীর রাত পর্যন্ত দোয়া, আশীর্বাদ ও ভোট চাইছেন। নির্বাচন কমিশনের বেধে দেওয়া তারিখের (১৮/০২/১১) মধ্যে ৪ জন সতন্ত্র প্রার্থীসহ দুই প্যানেলে ২১ জন করে মোট ৪৬ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিলে সকলেই মনোনীত হন।

গত ২৩ ফেব্র“য়ারী প্রতীক বরাদ্ধ দেয়া হয়েছে। এর পর থেকেই শ্রীমঙ্গলে ব্যবসায়ীদের মধ্যে জমে উঠেছে ভোটারদের নির্বাচনী প্রচারনা। কে হবেন এবারের পরিষদের সভাপতি ও সাধারণ সম্পাদক এ নিয়ে চলছে ভোটারদের নান জল্পনা কল্পনা। এবারের নির্বাচনে দু’টি প্যানেলের মধ্যে একটি শেখ লুৎফুর রহমান ও মো. কদর আলী পরিষদ এবং অপরটি হচ্ছে হাজী মো. আরফান মিয়া ও বিতেশ চৌধুরী (অপু) পরিষদ। এদিকে লুৎফুর-কদর পরিষদের শেখ লুৎফুর রহমান বর্তমান পরিষদের সভাপতি ও মো. কদর আলী সাধারণ সম্পাদক।

সভাপতি পদে দুই প্যানেলে দুইজন প্রার্থী হলেও সাধারণ সম্পাদক পদে দুই প্যানেলের প্রার্থীর পাশাপাশি সতন্ত্র প্রার্থী হিসেবে রয়েছেন জাহাঙ্গীর আলম সোহাগ। সভাপতি পদে শেখ লুৎফুর রহমান নির্বাচনী প্রতীক পেয়েছেন (খেজুর গাছ) এবং হাজী মো. আরফান মিয়া প্রতীক পেয়েছেন (চেয়ার)। সাধারণ সম্পাদক পদে মো. কদর আলী নির্বাচনী প্রতীক পেয়েছেন (বাই-সাইকেল), বিতেশ চৌধুরী অপু (চশমা)। এছাড়াও সতন্ত্রভাবে সহ-সভাপতি পদে মোবাশ্বির আলী মুন্না (হাতী), সাধারণ সম্পাদক পদে জাহাঙ্গীর আলম সোহাগ (টেলিফোন) যুগ্ম সাধারণ সম্পাদক পদে নুরুল ইসলাম কয়েছ (ফুটবল) ও সাংগঠনিক সম্পাদক পদে পার্থ ধর (মশাল) প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। অন্যান্যদের মধ্যে লুৎফুর-কদর প্যানেলে সহ-সভাপতি পদে মো. বদরুল হক (ময়ূর), মো. হাসনাত ফয়সল সেকু (আনারস) ও সুজিত কুমার বৈদ্য (গরুর গাড়ি), যুগ্ম সাধারণ সম্পাদক পদে শামীম আহমেদ (টেবিল) ও মো. মিজানুর রশিদ চৌধুরী হিমেল (তালা-চাবি), সাংগঠনিক সম্পাদক পদে মো. এনাম হোসেন চৌধুরী মামুন (আম), প্রচার সম্পাদক পদে মো. আক্তার হোসেন (মাইক), কোষাধ্যক্ষ পদে জামাল উদ্দিন আহমেদ (কাপ-প্লেইট), দপ্তর সম্পাদক পদে নিতাই চন্দ্র দেব (বালতি), সদস্য পদে অজয় কুমার দেব (মোরগ), ইমন দেব চৌধুরী (কুড়েঘর), মো. তাজুল ইসলাম (পানপাতা), মো. ইকবাল হোসেন জামিল (শাপলা ফুল), মাহমুদ আহমেদ (উড়োজাহাজ), কালাম আহমেদ (গ্লাস), মো. ছায়ফুর রহমান (মোমবাতি), মো. ফয়জুর রহমান (কারগাড়ি), শামসুল ইসলাম শামীম (বই), কামরুল হাসান জুয়েল (দোয়াত কলম) প্রতীক নিয়ে প্রার্থীতা করছেন।

অপরদিকে আরফান-বিতেশ প্যানেলে সহ-সভাপতি পদে হাজী মো. হাবিবুর রহমান (জাহাজ), হাজী মো. সাইদ মিয়া (প্রজাপতি) ও মো. কাদির খাঁন (দেয়ালঘড়ি), যুগ্ম সাধারণ সম্পাদক পদে রমা কান্ত দেব (ডাব) ও পিংকু রঞ্জন পাল (গোলাপ ফুল), সাংগঠনিক সম্পাদক পদে মো. মনির বাশার (চাকা), প্রচার সম্পাদক পদে মো. খায়ের খান (টেলিভিশন), কোষাধ্যক্ষ পদে চন্দন দাস (মাছ), দপ্তর সম্পাদক পদে মো. মিঠুন সিরাজী (হাতপাখা), সদস্য পদে মো. কবির (বাঘ), মো. একলিম মাহমুদ (হুক্কা), সুধীর চন্দ্র দাস (প্রদীপ), এস.এম.এন জামান (মালা), মো. আব্দুল জলিল (ট্রাক), সুব্রত আচার্য (রিক্সা), সুজিত কুমার ভৌমিক (টিউবওয়েল), মো. বদরুল হক ভূইয়া (বৈদ্যুতিক বাল্ব), রাজিব পাল (মগ) ও মো. রেহান উল্লাহ (বটগাছ) প্রতীক নিয়ে প্রার্থীতা করছেন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।