প্রতিষ্ঠার পর থেকেই বিভিন্ন সামাজিক কর্মসূচিতে জড়াচ্ছেন শ্রীমঙ্গল বন্ধুরা। এরই ধারাবাহিকতায় সাধারণ শ্রমিক ও অসহায়দের মাঝে নতুন কাপড় বিতরণ করেন তারা। ঈদের আনন্দ সব শ্রেণীপেশার মানুষের মাঝে বিলিয়ে দিতে সম্প্রতি শ্রীমঙ্গল বন্ধু প্রতিদিন ও মির্জাপুর সিএনজি গ্রুপের যৌথ উদ্যোগে আয়োজিত এ সামাজিক কর্মসূচি। মির্জাপুর বাজারে ৮০ জনের হাতে নতুন জামা তুলে দেয়া হয়। অনুষ্ঠানে শ্রীমঙ্গল বন্ধু সভাপতি মো. আবেদ আহমেদ, বন্ধু উপদেষ্টা ও মির্জাপুর সিএনজি কমিটির আহ্বায়ক মো. ছাত্তার মিয়া, সাধারণ সম্পাদক মো. বদরুল আলম, সভাপতি মো. গফুর মিয়া, বাংলাদেশ স্টুডেন্ট প্রোগ্রামের সভাপতি এমএস জামান ইয়ামনী-সহ স্থানীয় শতাধিক লোক উপস্থিত ছিলেন।
পরে সাত্তার মিয়ার সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শ্রীমঙ্গল বন্ধু সভাপতি মো. আবেদ আহমেদ বলেন, এমন একটি মহৎ কাজে বন্ধু প্রতিদিন মির্জাপুর সিএনজি গ্রুপের সঙ্গে থাকতে পেরে আনন্দিত। ভবিষ্যতেও এ রকম সামাজিক কর্মসূচিতে আমাদের অংশগ্রহণ অব্যাহত থাকবে। মির্জাপুর সিএনজি গ্রুপ সব সময় এ কাজে সবার পাশে আছে এবং থাকবে বলে কমিটির সবাই একমত পোষণ করেন। সাধারণ সম্পাদক মো. বদরুল আলম বলেন এ ধরনের কর্মসূচি অব্যাহত থাকবে।
* বন্ধু ডেস্ক
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।