আিম িশখেত চাই
৫ মার্চ (রেডিও তেহরান) : সৌদি আরবের শীর্ষস্থানীয় ধর্মীয় নেতা শেখ তৌফিক আল-আমেরকে গ্রেফতারের প্রতিবাদে দেশটিতে বড় ধরনের বিক্ষোভের আশঙ্কা করা হচ্ছে। শেখ আমেরসহ দেশটির বহু শিয়া মুসলমানের মুক্তির দাবিতে গত কয়েকদিন ধরে সৌদি আরবে যে বিক্ষোভ ও পুলিশি নির্যাতন হয়েছে তার প্রেক্ষাপটে এ আশঙ্কা ব্যক্ত করেছেন রাজনৈতিক বিশ্লেষকরা। তারা বলছেন, মধ্যপ্রাচ্যে চলমান আন্দোলনের সময় সৌদি সরকার যে নির্যাতনের পথ বেছে নিয়েছে তাতে বিরোধী পক্ষ থেকে পাল্টা আঘাত আসার সম্ভাবনা তৈরি হয়েছে।
গত বৃহস্পতিবার সৌদি আরবের কাতিফ শহরে কারাবন্দীদের মুক্তির দাবিতে মিছিল বের করলে অন্তত ২২ জনকে আটক করা হয়। গতকালও সৌদি আরবে রাজবন্দীদের মুক্তির দাবিতে রিয়াদ ও আল হুফুফ শহরে বিক্ষোভ-মিছিল হয়েছে।
এ সব জায়গা থেকে অন্তত তিনজনকে আটক করা হয়। এ ছাড়া, আগামী ১১ মার্চ সৌদি আরবে বিক্ষোভ দিবস পালনের কর্মসূচি ঘোষণা করেছে দেশটির একটি যুব সংগঠন। তারা নানা মাধ্যমে এ বিক্ষোভ-মিছিলে অংশ নেয়ার আহ্বান জানাচ্ছে জনসাধারণকে। এ আন্দোলনে বাধা দিলে তা আরো ভয়াবহ রূপ নিতে পারে বলে মনে করা হচ্ছে। এর আগে, মিশর ও তিউনিশিয়ায় একই কায়দায় সরকার বিরোধী আন্দোলন চূড়ান্তভাবে সফল হয়েছে।
এ ছাড়া, একই ধরনের সরকার বিরোধী আন্দোলন চলছে মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার কয়েকটি দেশে। এ পরিস্থিতিতে সৌদি আরবের জনগণকে আন্দোলন থেকে বিরত রাখতে বাদশাহ আব্দুল্লাহ কয়েক হাজার কোটি ডলারের নাগরিক সহায়তা ঘোষণা করলেও তা খুব একটা কাজে আসবে বলে মনে হয় না।
এ দিকে, সৌদি আরবে সরকার বিরোধী আন্দোলনের আশঙ্কায় বিশ্ব বাজারে তেলের দাম বেড়ে গেছে। আজ লন্ডনে অপরিশোধিত তেল প্রতি ব্যারেল বিক্রি হচ্ছে ১১৬ ডলারে। #
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।