আমরা যখন ছোটবেলায় স্কুলে পড়া পারতাম না তখন স্যার আমাদের শাস্তি দিতেন, পরবতীতে আমরা শাশ্তি ভয়ে পড়া শিখে আসতাম। আমার মনে হয় বাংলাদেশ ক্রিকেট ও এরকম শাস্তি ব্যবস্হা থাকা উচিত। কারন এ পৃথিবীতে কখনো সোজা আঙ্গুলে ঘি আসেনা। বাংলাদেশ ক্রিকেট টিম ভাল খেলার জন্য বিসিবি প্রতেক খেলোয়ারদের বেতন বৃদ্বি করবেন আর তাদের খারাপ খেলার জন্য কোন প্রকার শাস্তি ব্যবস্হা করবেন না এটা ঠিক না। বিসিবি কে বলে কি লাভ কারন বিসিবি নিজেই হলো দূর্নীতি আক্ষরা।
উপরের চিত্রটি দেখলেই বুঝতে পারবেন। কারন এখানে কেউ অন্যায় করলে তাকে কোন প্রকার শাস্তি দেওয়া হয় না, কোন খেলোয়ার পারফরমেঞ্ছ বিচার করা হয়না, আর লবিংতো সবার আগেই আছে। তার প্রমানই মিলে কিছু খেলোয়ার খারাপ খেলার পরেও বিশ্বকাপের মত এত বড় একটা আসরে তারা সুযোগ পেয়ে যায় আর ভাল ভাল কিছু খেলোয়াররা রিজাব বেঞ্ছে বসে থাকে। এবার আসা যাক গত কালের খেলা নিয়ে। খেলার আগের দিন কনফারেঞ্ছে এক সাংবাদিক সাকিব কে জিজ্ঞেস করলো আগামিকালের খেলার নিয়ে আপনার প্লান কি জবাবে সাকিব হাসতে হাসতে বললো আমিকি এখন মিডিয়ার কাছে আমাদের খেলার প্লান বলে বেরাবো, পরে আবার জিজ্ঞেস করা হলো ওয়েস্ট ইন্ডিজ স্পিন নিয়ে আপনার কি প্লান আছে, জবাবে সাকিব বললো তাদের স্পিন নিয়ে আমাদের কোন প্লান নেই কারন পাস্ট ইজ পাস্ট আমরা এখন একটা বেলেঞ্ছ টিম সো তাদের স্পিন বা খেলা নিয়ে এক্সটা প্লান করারতো কিছু দেখিনা, আর হোম কন্ডিসনে আমরা বারতি একটা এডভান্টেজ পাবো।
পরের দিন খেলা শুরু হলো টসে জিতে বাংলাদেশ ব্যাটিং নিলো তার পরে ৫৮ বাংলাদেশের ইনিংস শেষ হয়ে গেলো। এখানে কথা হলো বাংলাদেশ আগে বেডিং করলে দেখা যায় বেশি একটা রান করতে পারেনা তার প্রমান পর পর ২টি খেলা কিন্তু বাংলাদেশ পরে ব্যাটিং করে ৩৭০ রান কে তারা করতে গিয়ে বিনিময়ে তারা ২৮০+ রান করে। বিশ্বকাপের আগে নিউ-জিলান্ড খেলায় বাংলাদেশ এ মাঠে পরে ব্যাটিং করে জিতেছে আগে ব্যাটিং করে ভাল রান না করতে পারলেও বাংলাদেশ জিতেছে। সেখানে আমার মনে হয় পরে ব্যাটিং নিলে বাংলাদেশের জন্য ভালো হতো। বাংলাদেশ দলে অধিনায়ক খেলা শেষে কনফারেঞ্ছে বলেছেন আজকের দিনটি আমাদের জন্য খারাপ ছিল যার কারনে আমরা ভাল খেলতে পারিনি, কিন্তু যে খেলা পারেনা সেও যদি ৫০ ওভার ব্যাট নিয়ে দাঁড়িয়ে থাকে তার পরেতো কখোন ৫৮ রান হয়না।
তার পরে বিশ্বকাপের মত এত বড় একটি আসরে। আর সবচে বড় কথা হলো যার খেলার আগে কোন গেম প্লান নাই তার কাছ থেকে এর বেশী কি আশা করা যায়। আপনারা এর কি জবাব দিবেন। আয়োজক দেশ হিসেবে বাংলাদেশ যে সুনাম বা প্রশংসা পেয়েছিল ৫৮ রানের মাধ্যোমে সব শেষ হয়ে গেলো। বিদেশী পত্রিকা গোল বাংলাদেশের ক্রিকেট নিয়ে আইসিসি কাছে নানা রকম প্রশ্ন তুলছে।
আর গত কাল স্টার ক্রিকেট চ্যানেলে নব্জাত সিদুত ফান করতে গিয়ে বাংলাদেশ ক্রিকেট কে go tomi go সাথে তুলনা করেছে। আর এসব কিছু মেনেনিতে না পেরে রাতে সাকিবের বাসায় এলাকাবাসি হামলা করে বাসার আসে পাশে ভাংচুর করে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।