দেশ প্রেম ঈমানের অংগ, দেশের জন্য জীবন দিতে পারি সাদরে।
যারা ভাংতে পারে তারাই আবার গড়তে পারে, তারা কারা জানেন? তারা হচ্ছে যুবক সমাজ যারা আজ পৃথিবীকে জানিয়ে দিয়েছে তাদের ছাড়া এ পৃথিবী অচল। আসুন আমরা মিশরের কথাই বলি......... যারা দীর্ঘ একটানা ১৯ দিন মিছিল মিটিং, অবরোধ করে সৈরশাসক মোবারক দাদাকে ক্ষমতা থেকে নামাল, তারা তাদের দেশকে কতটা ভালোবাসে সেটা বুজতে পারবেন তাদের কাজে কর্মে। আসুন আমরা ওদের ভাল কাজ গূলো অনুসরন করি আর খারাপ কাজ গূলো বর্জন করি..........................কেমন?
১- মিশরে গন্ডগোল কালীন ওরা সামান্য ভাংচুর করেছিল, যা আমাদের দেশ হলে হাজার হাজার গাড়ী, বাড়ি ভাংচুর হতো।
২- ওরা শান্তিপুর্ন মিছিল করে পৃথিবীকে জানিয়ে দিয়েছে যে গনতন্ত্র কাকে বলে, তা কিভাবে প্রয়োগ করতে হয়।
আসুন আমরা ও গনতন্ত্র সঠিক ভাবে ব্যবহার করে দেশে শান্তি ফিরিয়ে আনি।
৩- মিছিল চলাকালীন সময় ওরা নিজেরা নিজেদের মধ্যে খাবার- পানি ইত্যাদি সমভাগ করে নিয়েছিল, সব পেশার মানুষ যারা যেভাবে পেরেছে সহযোগীতা করেছিল, আসুন আমরা ও আমাদের প্রতিবাশীদের মাঝে আমাদের খাবার-পানি ইত্যাদি সমভাগ করে খাই।
৪-গন্ডগোল কালীন ওরা নিজেরা পুলিশ ও ট্রাফিকের কাজ করেছিল, যাতে করে শহরে কোন জ্যাম না পরে, এতে ওরা সফল ও হয়েছিল। আসুন আমরা আমাদের ঢাকার শহরকে যান-জট মুক্ত করতে সচেতন হই।
৫-মোবারক ক্ষমতা ছাড়ার পর হাজার হাজার যুবক-যুবতীরা রাস্তায় নেমে যার যার এলাকার রাস্তা-ঘাট পরিস্কার পরিচ্ছন্ন করেছিল, যা না দেখলে কেউই বিশ্বাস করতে পারবেনা।
তাই আসুন আমরাও আমাদের উদ্যোগে নিজ নিজ এলাকার রাস্তা-ধাট পরিস্কার পরিচ্ছন্ন করে নজির স্থাপন করি। যেখানে সেখানে ময়লা আবর্জনা না ফেলি, ডাস্টবিন ব্যবহারের অভ্যাস গড়ে তোলি।
৬- ওদের ঈমানী শক্তি দেখলে কার বা প্রশংসা করতে ইচ্ছা না হয়.........। মিছিলের তৃ্তীয় দিন শুক্রবার, সবাই আছরের নামাজ জামাতে আদায় করছিলো, এমন সময় মোবারকের গুন্ডা পুলিশ বাহিনী নামাজ আদায় কারিদের উপর গরম পা্নি নিক্ষেপ করেছিলো, আশ্চর্যের বিষয় হলো একটা লোক ও নামাজ ছেড়ে পালায়নি। আসুন আমরা ও নামাজ পড়ি সুন্দর জীবন গড়ি।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।