আমাদের কথা খুঁজে নিন

   

মিরপুর বাধের অজানা রহস্য



এমিরপুর বেড়ীবাধ ঢাকার মধ্যে একটি সুন্দর ও মনোরম জায়গা। বিভিন্ন সময় এর ভিন্ন ভিন্ন সুন্দর রুপ দেখা যায়। শরৎ কালে কাশফুলের মেলা জমে। বর্ষায় চারিদিক পানির ঠেউয়ের শব্দ। এর সুন্দর্যের সিমা নেই ।

ঘুরে আসবেন। মন ও প্রান দুটোই তৃপ্তি পাবে। তবে একটু সাবধান। আমরা গতকাল এক রিক্সা আশলিয়া থেকে ভাড়া করি। কিছু দূর যাওয়ার পর রিক্সাওয়ালা মোড়ান একটি ১০টাকা নোট দেখতে পায় রাস্তায় পরে আছে ।

আমরা তাকে বললাম উঠায়ে নিয়ে আসো, কোন গরীবকে দেয়া যাবে। সে টাকাটা খুলে দেখে টাকার ভেতরে আর একটি কাগজ মোড়ান, সেটাতে লেখা ছিল একটি চিঠি। চিঠিতে লেখা ছিল যে একজন ব্যক্তি তার মেয়ের জন্য তিন বোড়ি সোনা পাঠিয়েছে জোয়েলারীর দোকানে। বিষ্তারিত না বলে মূল ঘটনা বলি। তাতে সত্যি একটি সোনার টুকরা পাই।

তারপর তাকে আমরা বলি যেহেতু কোন ঠিকানা খুজে পাচ্ছি না, এটা আপনার। কোন সোনার দোকানে গেলে হয়তো অনেক টাকা পাবেন। ২২কেরটের তিন ভরি সোনা। প্রতি ভরির মূল্য আনুমানিক ৩৫-৪০ হাজার টাকা। উনি বলল যে সে যদি সোনার দোকানে যায় তাহলে তাকে চোর ভেবে মারধোর করবে।

তারপর আমরা বললাম আমরা বিক্রি করে দেই। ভয় নেই, সম্পুর্ন টাকা আপনিই পাবেন। সে বিশ্বাস করল না, বলল সে তার রিক্সা মালিককে দেখাবে তারপর সে যা দেয় তাইতো লাভ। আমরা বললাম, তারতো কোন ভূমিকাই ছিল না এখানে, এটা আপনি পেয়েছে, আপনর সব হবে। যাই হোক, কথা কাটাকাটি হল।

তার একটাই কথা যে সে এটা মলিককে দিবে, মালিক যা করে। একপর্যায় সে রিস্কা থামায় আর বলে রিস্কা নষ্ট হয়ে গেছে, সে আর যেতে পারবে না। এমন একটা জায়গায় দাড় করালো, ঐ জায়গা থেকে কোন পাশেই যাওয়া সম্ভব নয়। কারন অনেক দূর আর কোন কিছু পাওয়া অসম্ভব যাওয়ার জন্য। এদিকে আর এক জন লোক এসে হাজির।

ওদের দুই জনের আচরন ভাল লাগছিল না। তাই একটু সতর্ক হলাম। ব্যাগ থেকে আমার ছুরিটি বের করি আর এমন ভাবে প্যান্টের পকেটে ডুকাই যেন তারা দুই জনই দেখতে পারে যে কিছু একটা আমার হাতে আছে। সাহস করতে পারলনা তারা কিছু করার। কিছুক্ষন পর একটা ভ্যান ওয়ালা আসে, আমি সাহায্য চাইলাম, সেও সাহায্য দিল।

চলার পথে সে বলল,আপনার বেঁচে গেছেন। ওরাতো ছিন্তাইকারী। এখানে অনেক ভাবেই টাকা কেড়ে নেয় ওরা। কেউ নেয় ভদ্র ভাবে আবার কেউ নেয় অভদ্র ভাবে। আপনরা কোন পল্লায় পরেছিলেন।

আমরা ঘটনাটি সব বললাম তাকে। সে শুনে বলল, এটা ভদ্র ছিন্তাইকারী। যাই হোক, বিশেষ করে যাদের একটু লোভ আছে, তাদের যে কেও সোনাটা দেখে বলবে, এটা যদি আমি পেতাম বা রিক্সা ওয়ালাকে কিছু টাকা দিয়ে দেই এখন, এটা আমি নিয়ে নেই। আরো কত কি চিন্তা । ভুলেও কেও এই সব চিন্তা করবেন না।

কারন এটা স্বর্ন না, ওটা তামার একটি দ্রব্য। এই ফাঁদে পা দেবেন না। সাবধান। আল্লাহ্‌ আপনার সহায় হোক।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.