পাওয়ার অব পিপল স্ট্রংগার দেন দি পিপল ইন পাওয়ার। http://mhcairo.blogspot.com/
ইংল্যান্ডের সাথে খেলতে হবে টাইগারদের তাই খুব ভাল করে নজর রাখছিলাম আজকের ম্যাচে। দুর্বল আয়ারল্যান্ডের সাথে বেশ দাপটের সাথেই ইনিংস শুরু করে বিশ্বকাপের দাবিদার ইংল্যান্ড।
কিন্তু একি,স্পিন বল আসার সাথে সাথেই দৃশ্যপট চেন্জ হতে শুরু করে এবং ডকরেল এর ২য় ওভারেই স্ট্রস হাবাগাবার মত বোল্ড হন।
পিটারসন শতর্কতার সাথে খেলতে থাকেন, কিন্তু আরেক স্পিনার আনার সাথে সাথে পিটারসনও খেই হারিয়ে ফেলে রিভারসুইপ খেলতে গিয়ে বোকার মত কিপারের হাতে ক্যাচ তুলে দিয়ে প্যাভিলিয়নে ফিরে আসেন।
কোন সন্দেহ ছাড়াই, বাংলাদেশের স্পিন শক্তি আয়ারল্যান্ডের স্পিনের চেয়ে বেশ ম্যাচুইড। কাজেই ইংল্যান্ডের বাঘা বাঘা ব্যাটসম্যানদের কাবু করতে টাইগারদের বেগ পাবার কথা নয়।
তবে শুধু স্পিনে জয় আসবে না, জয় আসতে হলে স্কোর বোর্ডে দরকার হবে ২৮০ রান। আমাদের বিশ্বাস আমরা সঠিক একাদশ মাঠে নামাতে পারলে স্কোর বোর্ডে ২৮০ রানও তুলাও আমাদের টাইগারদের দ্বারা সম্ভব।
কাজেই, কি আর করার, অপক্ষোর সাথে সাথে আমরা কেন মুচে তেল লাগাতে ভুল করব???
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।