আজকে'র প্রথম আলো'র প্রথম পাতার বামদিকে'র প্রথম কলামে'র দ্বিতীয় লেখাটি পড়ে ভিষন আনন্দ পেয়েছি। "প্রসঙ্গ বিশ্বব্যাংকের প্রধানের পদ প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে ইউনূস বললেন, আগ্রহ নেই" :-) ব্যপারটাকে মনে হল প্রধানমন্ত্রীর একটা শুক্ষ লেগ স্পিনকে ড: ইউনূস নিদারুন একটা ছক্কা হাকালেন :-)) দৃশ্য ১: গত ২২ ফেব্রুয়ারি সফররত ইউরোপীয় ইউনিয়ন পার্লামেন্টারি ডেলিগেটদের সঙ্গে আলাপকালে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রস্তাব রাখেন (লেগ স্পিন ছোড়েন) যে ইউরোপীয় ইউনিয়ন বিশ্বব্যাংকের পরবর্তী প্রেসিডেন্ট পদে নিয়োগের জন্য ড: ইউনূস'কে যেন বিবেচনা করেন। দৃশ্য ২: ড: ইউনূস ২ মার্চ বলেন (বিগ শটের প্রস্তুতি), এই প্রস্তাবটি আমার জন্য ছিল একটি সম্পুর্ণ অপ্রত্যাশিত সুসংবাদ। বিশ্বে'র সুপরিচিত এবং বিপুল প্রভাবশালী একটি প্রতিষ্ঠানের সর্বোচ্চ পদে আমার নাম প্রস্তাব করার অনুরোধ জানিয়ে প্রধানমন্ত্রী যে সুহৃদয়তার পরিচয় দিয়েছেন, তার জন্য আমি তার প্রতি কৃতগ্ঞতা জানাচ্ছি। দৃশ্য ৩: এরপর তিনি বলেন (ঘুরিয়ে ছক্কা হাকান), এই সংবাদ আনণ্দিত হওয়ার আমার আরেকটি কারণ হলো, প্রস্তাবটি এবং তার সঙ্গে মাননীয় প্রধানমন্ত্রী আমার যোগ্যতার যে উদার তালিকা দিয়েছেন তার মাধ্যমে পরিষ্কার হলো যে আমার সম্বন্ধে এবং গ্রামীন ব্যাংক সম্বন্ধে তাঁর যে পূর্ববর্তী ধারণাগুলো ছিল, সেগুলোর অবসান হয়েছে। এতে আশান্বিত হয়েছি যে এখন থেকে আমার প্রতি এবং গ্রামীন ব্যাংকের প্রতি সরকারের দৃষ্টিভঙ্গি ও নীতি মাননীয় প্রধানমন্ত্রীর সর্বশেষ অবস্থানের সঙ্গে সংগতিপুর্ণ হবে। এর ফলে আমার এবং আমার মতো অনেক দেশবাসীর মাথার ওপর থেকে দু:ক্ষ ও দুশ্চিন্তার একটা বিরাট বোঝা নেমে যাবে। কি ছক্কারে বাবা :-)) বিশাল ছক্কা, দৃষ্টিনন্দন ছক্কা, চোখ ছেয়ে দেখার মত ছক্কা, হাহাহাহাহাহাহা.................... বাচ্চারা জায়গায় বসো কথা কম বলো ;-)
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।