আমাদের কথা খুঁজে নিন

   

স্পিনে আবার ব্যর্থ তামিম

প্রতিপক্ষের মাঠ স্যার ভিভিয়ার রিচার্ডস স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে ৪ উইকেটে ১৭৯ রান করে সেন্ট লুসিয়া। প্রথম ওভারের তৃতীয় বলে পেসার কেমার রোচকে দারুণ এক চার মেরে শুরুটা ভালোই করেছিলেন তামিম। তৃতীয় ওভারে রোচকে একবার এবং পরের ওভারে বাঁহাতি পেসার শেলডন কোটারেলকে আরো দুবার সীমানা ছাড়া করেন তিনি। নতুন বলের দুই বোলারকে ভালোভাবে সামাল দিতে পারলেও স্পিনে আবার ব্যর্থ তামিমি। বদলি হিসেবে বল করতে এসে প্রথম ওভারেই তাকে ফিরিয়ে দেন স্যামুয়েলস।

১৯ বলে ২০ রান করা তামিমকে কাইরন পাওয়েলের ক্যাচে পরিণত করেন অ্যান্টিগা অধিনায়ক। দুই দলের প্রথম দেখায় স্যামুয়েলসের অফস্পিনে বোল্ড হয়েছিলেন সেই ম্যাচে ৩৩ রান করা তামিম। সেন্ট লুসিয়াকে বড় সংগ্রহ এনে দেয়ার কৃতিত্ব ম্যাচ সেরা আন্দ্রে ফ্লেচারের। ৫৩ বলে ৪টি চার ও ৩টি ছক্কার সাহায্যে ৭৬ রান করেন তিনি। ৩৫ রানে অপরাজিত থাকেন অধিনায়ক ড্যারেন স্যামি।

অ্যান্টিগার পক্ষে স্যামুয়েলস ও রাখিম কর্নওয়েল দুটি করে উইকেট নেন। জবাবে ১০ ওভার ৪ বলে অ্যান্টিগা ৩ উইকেট হারিয়ে ৭৬ রান করার পর বৃষ্টি নামলে সেখানেই খেলার সমাপ্তি। ডাকওয়ার্থ/লুইস পদ্ধতিতে এ সময় জয়ের জন্য প্রয়োজন ছিল ৯৩ রান। সর্বোচ্চ ২৪ রান করেন ঝাহমার হ্যামিল্টন। ২২ রানে অপরাজিত থাকেন স্যামুয়েলস।

সেন্ট লুসিয়ার পক্ষে গ্যারি মাথুরিন ২৬ রানে ২ উইকেট নেন।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।