আমাদের কথা খুঁজে নিন

   

পড়বি তো পড় মালির ঘাড়ে ভুয়া ডিগ্রিধারী অরুণ লাহিড়ী সমকাল প্রতিবেদক -০১-০৩-২০১১



অরুণ কুমার লাহিড়ী এক লাখ ৪০ হাজার টাকা দিয়ে রাজধানীর জিগাতলার একটি ভুঁইফোড় প্রতিষ্ঠান থেকে নগদে পিএইচডি ডিগ্রি কিনেছিলেন। ২০০৭ সালে কেনা এ ডিগ্রির বলে নিজেকে এতদিন 'ডক্টর' হিসেবেও পরিচয় দিয়ে আসছিলেন। সোমবার ধরা খেলেন তিনি বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনে (ইউজিসি) গিয়ে। পিএইচডির 'সমতা সনদ' (ইকুইভ্যালেন্ট সার্টিফিকেট) আনতে গিয়েছিলেন তিনি। কাগজপত্রে তার গবেষণা তত্ত্বাবধায়ক হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগের অধ্যাপক নজরুল ইসলামের নাম লেখা রয়েছে।

অধ্যাপক নজরুল ইসলাম ইউজিসির বর্তমান চেয়ারম্যান। অরুণ কুমার লাহিড়ী তাকে চিনতে পারেননি। তিনি তা স্বীকারও করলেন। জানালেন, তত্ত্বাবধায়ক ছাড়াই তিনি মাত্র ছয় মাসে টাকার বিনিময়ে সার্টিফিকেট পেয়ে গেছেন। গতকাল বিকেলে ইউজিসি কর্তৃপক্ষ তাকে মহানগর গোয়েন্দা পুলিশের হাতে তুলে দেয়।

বিকেলে পিএইচডি দেওয়া ওই প্রতিষ্ঠানের আরও একজনকে গোয়েন্দা পুলিশ আটক করেছে বলে জানান কমিশনের জনসংযোগ কর্মকর্তা শামসুল আরেফিন। অরুণ কুমার লাহিড়ী পল্লী বিদ্যুতায়ন বোর্ডের টিম্বার প্রোডাক্টস স্পেশালিস্ট হিসেবে কর্মরত। মাগুরা জেলার ন'হাটা ইউনিয়নের দীঘলকান্দি গ্রামে তার বাড়ি। ইউজিসি চেয়ারম্যানের কক্ষে বসে অরুণ কুমার লাহিড়ী সাংবাদিকদের জানান, 'সেন্টার ফর ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অব টেকনোলোজি'র (সিআইআইটি) মাধ্যমে আমেরিকার ক্যালিফোর্নিয়ায় অবস্থিত 'আটলান্টিক ন্যাশনাল ইউনিভার্সিটি' থেকে তিনি এই পিএইচডি ডিগ্রি পেয়েছেন। এই ডিগ্রির জন্য তিনি সিআইআইটিকে প্রথমে এক লাখ চলিল্গশ হাজার টাকা এবং পরে থিসিসে প্রফেসরের স্বাক্ষর করানোর কথা বলে আরও দশ হাজার টাকা সিআইআইটি তার কাছ থেকে নেয়।

কাগজপত্রে দেখা গেছে, থিসিসের একনলেজমেন্টে অধ্যাপক নজরুল ইসলামের স্বাক্ষর রয়েছে। অধ্যাপক নজরুল ইসলাম এ স্বাক্ষর তার নয় বলে জানান। অধ্যাপক নজরুল ইসলাম বলেন, তার নামে জালিয়াতি করলেও নামেই ভুল করেছে। কারণ তিনি ডক্টরেট না হলেও এতে তার নামের প্রথমে ডক্টর বসানো হয়েছে। অথচ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগে তিনি ছাড়া আর কোনো নজরুল ইসলাম নেই।

অবসরে যাওয়ার মাত্র দু'মাস বাকি এ কথা বলে ভুয়া পিএইচডিধারী মাফ চেয়ে পার পেতে চেষ্টা করেন। ইউজিসির কর্মকর্তারা জানান, দেশের বেশ কয়েকজন নামিদামি ব্যক্তিত্ব ও উচ্চপদস্থ কর্মকর্তা সম্প্রতি বেশকিছু ভুয়া প্রতিষ্ঠান থেকে পিএইচডি ডিগ্রি কিনেছেন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।