আমাদের কথা খুঁজে নিন

   

স্বয়ংক্রিয়ভাবে আন্তব্যাংক তহবিল স্থানান্তর শুরু



স্বয়ংক্রিয় ব্যবস্থার আওতায় আন্তব্যাংক তহবিল স্থানান্তরের কার্যক্রম (ইন্টার ব্যাংক ফান্ড ট্রান্সফার নেটওয়ার্ক বা ইএফটি) শুরু হয়েছে। এর ফলে দেশের ৪০টি ব্যাংকের মাধ্যমে গ্রাহকদের আন্তব্যাংক আর্থিক লেনদেন স্বয়ংক্রিয় ব্যবস্থায় সম্পন্ন করা যাবে। বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান গতকাল সোমবার দুপুরে এই ইএফটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এ সময় তিনি বলেন, ‘আজ বাংলাদেশের ব্যাংকিং ইতিহাসের জন্য আরেকটি ঐতিহাসিক মুহূর্ত। ’ গভর্নর বলেন, বাংলাদেশে ইলেকট্রনিক তহবিল স্থানান্তর কার্যক্রম চালু করায় অংশগ্রহণকারী ৪০টি ব্যাংকের কাছ থেকে প্রাপ্ত ইএফটি ক্রেডিট লেনদেনের মাধ্যমে গ্রাহকের বেতন-ভাতা পরিশোধ, বৈদেশিক ও অভ্যন্তরীণ অর্থ স্থানান্তর (রেমিট্যান্স) প্রদান, ইউটিলিটি বিল পরিশোধ, তালিকাভুক্ত কোম্পানির লভ্যাংশ পরিশোধ ও আইপিওর রিফান্ড ওয়ারেন্ট পরিশোধ, সরকারি কর পরিশোধসহ বহুবিধ লেনদেন সম্পন্ন করা সম্ভব হবে।

গভর্নর বলেন, এ ব্যবস্থা কাগজভিত্তিক নিকাশপ্রক্রিয়া থেকে দ্রুততর, ঝুঁকিবিহীন ও মূল্যসাশ্রয়ী। এই অনুষ্ঠানে ডেপুটি গভর্নর জিয়াউল হাসান সিদ্দিকী ও মুরশিদ কুলী খান, প্রধানমন্ত্রী কার্যালয়ের একসেস টু ইনফরমেশন প্রকল্পের জাতীয় প্রকল্প পরিচালক নজরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে জানানো হয়, এই তহবিল স্থানান্তর চালু হওয়ার ফলে বড় বড় কোম্পানির বেতন-ভাতা পরিশোধের জন্য অর্থ হাতে করে বহন করতে হবে না। বরং ইএফটির আওতায় কোম্পানি নিজ ব্যাংকে ‘বার্তা’ দিয়েই লেনদেন সারতে পারবেন। আপাতত কোম্পানির নিজস্ব একটি হিসাব থেকে অর্থ আরেকটি হিসাবে স্থানান্তরে (ক্রেডিট) এই ব্যবস্থা কার্যকর হচ্ছে।

একটি কোম্পানি তার ২০০ জন কর্মকর্তার বেতন এই ইএফটির মাধ্যমে ২০ ব্যাংকে সংরক্ষিত কর্মকর্তাদের পৃথক ব্যাংক হিসাবে পাঠাতে চায়। এ ক্ষেত্রে যে ব্যাংকে কোম্পানির হিসাব রয়েছে, কোম্পানি সেই ব্যাংককে একটি নির্দেশনা দেবে। এই নির্দেশনায় কর্মকর্তাদের নাম, বেতন-ভাতার পরিমাণ, ব্যাংক ও হিসাব নম্বর উল্লেখ থাকবে। সংশ্লিষ্ট ব্যাংক এই নির্দেশনা অনুসারে একটি বার্তা পাঠাবে কেন্দ্রীয় ব্যাংকের তথ্যভান্ডারে বা মূল সার্ভারে। স্বয়ংক্রিয় ব্যবস্থায় এই তথ্যভান্ডার উল্লিখিত ২০ ব্যাংকে টাকা ও হিসাবধারীর নম্বর পাঠিয়ে দেবে।

এ ক্ষেত্রে সর্বশেষ সময়সীমা রাত ১২টা। অর্থাৎ রাত ১২টার মধ্যে বার্তা কেন্দ্রীয় ব্যাংকে পৌঁছালে পরদিন সকাল ১০টার মধ্যে বিভিন্ন ব্যাংকে তা পৌঁছে যাবে স্বয়ংক্রিয়ভাবে। ব্যাংকগুলো যেহেতু এখন অনেকখানি স্বয়ংক্রিয় ব্যবস্থার আওতায় এসে গেছে, তাই বাংলাদেশ ব্যাংকের সার্ভার থেকে তথ্যবার্তা কোনো ব্যাংকের প্রধান কার্যালয়ে পৌঁছানোমাত্রই তা গ্রাহকের হিসাবে দিয়ে দেওয়া সম্ভব হবে। উৎস: প্রথমআলো।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.