আমাদের কথা খুঁজে নিন

   

ব্লগের লেখা টুয়িটারে স্বয়ংক্রিয়ভাবে আপডেট



জনপ্রিয় মাইক্রো ব্লগিং টুয়িটারে ওয়েবসাইট বা ব্লগের লেখা স্ট্যাটস হিসেবে আপডেট করার নতুন সুযোগ করে দিয়েছে গুগল ফেড বার্নার। এর ফলে ফেড সুবিধা আছে এমন সাইটের লেখা টুয়িটারে স্বয়ংক্রিয়ভাবে আপডেট করা যাবে। টুয়িটারফেড ডট কম নামের সাইটেও এই ধরনের সুবিধা রয়েছে। এই সুবিধা পেতে গুগল ফেড বার্নারে আগে ফেড যুক্ত করে নিতে হবে। ফেড বার্নারে যুক্ত করতে http://feedburner.google.com এ লগইন করতে হবে।

এখন Burn a feed right this instant. Type your blog or feed address here : এ ফেড লিংক বা ওই সাইটের ঠিকানা লিখে Next>> বাটনে ক্লিক করে পরবর্তী পেজ থেকে ঋববফ ঞরঃষব, ঋববফ অফফত্বংং (স্বয়ংক্রিয়ভাবে আসবে) ইচ্ছামত পরিবর্তন করে Next>> বাটনে ক্লিক করলে ফেড বার্নারে ফেড যুক্ত করা শেষ হবে। এরপর দুবার Next>> বাটনে ক্লিক করলে মূল পেজে আসবে। এবার চঁনষরপরুব ট্যাবে গিয়ে বাম পাশের প্যানেল থেকে ঝড়পরধষরুব এ যান। এখন Add a Twitter account এ ক্লিক করে টুয়িটারের ইউজার, পাসওয়ার্ড লিখে অষষড় িবাটনে ক্লিক করলে টুয়িটারে আপডেট করার অনুমোদন নেয়া হবে। এখন Formatting Options, Item Selection ইচ্ছামত নির্বাচন করে Active বাটনে ক্লিক করে সেবাটি সক্রিয় করুন।

এখন থেকে ওই ব্লগে/সাইটে কোনো লেখা পোস্ট হলে তা স্বয়ংক্রিয়ভাবে টুয়িটারে আপডেট হবে। আর অতিরিক্ত লেখা পড়তে মূল সাইটে আসার ক্ষেত্রে শর্ট ইউআরএল লিংক হিসেবে http://goo.gl সাইটের লিংক আসবে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.