আমাদের কথা খুঁজে নিন

   

স্বয়ংক্রিয়ভাবে আপনার বাসার বাতি/ফ্যান নিয়ন্ত্রণ করুন আপনার নিজের বানানো circuit দিয়ে।

সত্যের পথে সন্ধানী দৃষ্টিতে...... যদি এমন হয়......আপনি আপনার রুমে ঢুকলেন আর অম্‌নি আপনার রুমের বাল্ব-টি জ্বলে উঠল, অথবা তীব্র গরমের সময় যখন আপনি দরদর করে ঘামে ভিজে ক্লান্ত শরীরে ঘরে প্রবেশ করলেন তখন ঘরের বৈদ্যুতিক পাখাটি স্বয়ংক্রিয়ভাবে চালু হয়ে গেল!! আবার যখন আপনি রুম থেকে বেরিয়ে গেলেন তখন এই বাল্ব, বৈদ্যুতিক পাখা স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে গেল! তাছাড়া...ধরুন একটি conference room অথবা hall room-এ কতজন মানুষ উপস্থিত আছে তা আপনি হিসেব করতে চান। তাহলে আপনি এই প্রোজেক্ট-টির সাহায্যে স্বয়ংক্রিয়ভাবে Display-তে দেখতে পাবেন conference/hall room-এ উপস্থিত লোকসংখ্যা। আজকে আপনাদের সাথে সেইরকম একটি প্রোজেক্ট শেয়ার করব...... আমার এই লিখাটি ছোট ছোট তিনটি পর্বে ভাগ করা থাকবে। আমি প্রথমেই এই প্রজেক্ট-টি করতে কী কী লাগবে তার একটি তালিকা দিয়ে এটার প্রয়োগ সম্বন্ধে ধারণা দিব। পরবর্তী পর্বে তালিকায় উল্লেখ করা equipment-গুলোর কাজের বর্ণনা দিব।

এবং শেষ পর্বে আপনাদের-কে circuit diagram এবং pcb layout-টা দিয়ে দিব যেন আপনারা নিজে নিজে try করতে পারেন। তাহলে আর কথা না বাড়িয়ে শুরু করা যাক......প্রথমেই আসি এই প্রোজেক্ট-টির উদ্দেশ্য কী ? কেন আপনি এটি তৈরী করবেন ? ঊদ্দেশ্যঃ ১. স্বয়ঙ্ক্রিয়ভাবে রুমের বৈদ্যুতিক যন্ত্রপাতি নিয়ন্ত্রণ। ২. একটি কক্ষে কতজন উপস্থিত আছে তা হিসেব করা। এটা তৈরী করতে আমাদের যা লাগবেঃ ১. Operational Amplifier (LM324) ২. Voltage Regulator (LM7805) ৩. Resistor (100Ω, 1kΩ, 4.7kΩ, 10kΩ) ৪. Variable Resistor (100kΩ) ৫. Light Emitting Diode (LED) ৬. IR Transmitter (IR LED) ৭. IR Receiver (Photodiode) ৮. Connecting Wire ৯. Microcontroller (PIC16F72) ১০. Crystal Oscillator (8MHz) ১১. Liquid Crystal Display (LCD-16x2) ১২. IC Base (for 28 pins) ১৩. Battery (9V) ১৪. SPST Switch ১৫. Push Button ১৬. Printed Circuit Board (PCB) ১৬ নাম্বার-টা আপাতত প্রয়োজন নেই। আপাতত Breadboard দিয়েই circuit বানাবেন।

Breadboard-এ ঠিকভাবে কাজ করলে তারপর PCB use করবেন। এখন আপনাদের সাথে দুইটি photo শেয়ার করব.... ১. এটি এই প্রজেক্ট-টির Block diagram. আপনাকে এটি করতে দুইটি sensor use করতে হবে। Sensor দুইটি Sense করে তা Microcontroller-এ পাঠাবে এবং Microcontroller সেইঅনুযায়ী বাল্ব, বৈদ্যুতিক পাখার Switch on/off করবে। ২. যখন রুমের ভিতর কেউ থাকবেনা অথবা সবাই রুমের ভিতর থেকে বের হয়ে যাবে তখন বাম পাশের LED Light-টা নিভে যাবে। এই LED Light-কে Replace করে আপনি বৈদ্যুতিক পাখা অথবা Light ব্যবহার করতে পারেন।

যখন কেউ রুমের ভিতর ঢুকবে তখনই LED Light-টি জ্বলে উঠবে এবং LCD Display-তে কয়জন প্রবেশ করলো তা দেখাবে। (Internet-এর slow speed-এর কারণে আরেকটা photo upload করতে পারলামনা বলে দুঃখিত। ) আজকে শুধুমাত্র পরিচিতি-মূলক লিখা লিখলাম। জানিনা কতটুকু ভালো লিখতে পারলাম। এটি আমার প্রথম Tutorial. ভুল হলে আশা করি শুধরিয়ে দিবেন যেন পরের লিখাগুলোতে ভুল না হয়।

তাহলে আজ এই পর্যন্তই...........সবাই ভালো থাকবেন। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১১ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.