আমাদের কথা খুঁজে নিন

   

আল্পস এ উদ্বার হওয়া ৫৩০০ বছর আগের বরফ মানবের মৃতদেহ ও থ্রিডি ইমেজ


[img|http://media.somewhereinblog.net/images/thumbs/tawfiqtuhin_1298924922_1-otzi_momi.jpg খুজে পাওয়ার দিন। মৃতদেহ এভাবে পড়ে ছিল। থ্রিডি ইমেজ দিয়ে পুনরুদ্বারের পর প্রকৃত চেহারা। সম্প্রতি ডাচ শিল্পীরা ৫৩০০ বছর আগের মৃতদেহের(যা পাওয়া যায় ইতালিয়ান আল্পস এ)থ্রিডি ইমেজ তৈরী করেন। দীঘদিন হিমবাহের নিচে চাপা থাকায় দেহটি খুব ভালভাবে সংরক্ষিত ছিল।

জিন ও ডি এন এ বিশ্লেষনের পর জানা যায় মৃতদেহটির চোখের রঙ ছিল বাদামি। এটিই এখন পযন্ত বিংশ শতাব্দিতে আল্পসে পাওয়া প্রাকৃতিকভাবে সংরক্ষন করা সবচেয়ে ভাল মমি। তারা এটির একটি নাম দেয়,অটযী ২০। কারন আল্পসের অটযাল অঞ্চলে এটি পাওয়া যায়। সাউথ টাইরোল প্রত্নতাত্তিক যাদুঘরে,বোলজানো,ইতালিতে এটি প্রদরশিত হবে মারচ২০১১ থেকে জানুয়ারি২০১২ পযন্ত।

এটি আবিস্কারের ইতিহাস আজ থেকে ২০ বছর আগের। দুজন পরবত অভিযাত্রি ১৯৯১ সালে মৃতদেহটি খুজে পায়। ৪দিন পর তদন্ত দল আসে মৃতদেহটির ভাগ্যে কি ঘটেছে তা জানার জন্য। তদন্ত দল মৃতদেহটি ইন্সব্রুক বিশ্ববিদ্যালয়ের ফরেন্সিক বিভাগে নিয়ে আসে। ফরেন্সিক বিভাগ নানা পরিক্ষার পর বিস্মিত হয়ে আবিস্কার করে এটি একটি ভালভাবে সংরক্ষিত হয়া মমি।

যদিও দেহটির চুল,নখ,বাহিরের ত্বক তেমন অবশিস্ট ছিলনা,তথাপি তা ছিল ভালভাবে সংরক্ষিত। সিটি স্কান,জিন ও ডিএনএ বিশ্লেষনের পর বিজ্ঞানিরা তার দেহের নমুনা স্বরুপ দাত,হাড়,কোষ ও পরিপাকতন্ত্রের কিছু নমুনা সংগ্রহ করেন। তাতে তারা জানতে পারে মৃতদেহটির বয়স ছিল ৪৬,উচ্চতা ৫ফুট২ইঞ্চি,ওজন৫০কেজি এবং সে কৃমি দ্বারা আক্রান্ত। তার শেষ খানা ছিল হরিনের মাংস ও রুটি। তার পিঠে,হাটুতে পায়ের গোড়ালিতে প্রায় ৫৭টি ট্যাটু ছিল।

পুনাঙ্গ সিটি স্কান এর পর জানা যায় ,সে তীরবিদ্ব হয়ে মারা যায়। ধারনা করা হয় সে তার গ্রামের একজন গুরুত্বপুন্য লোক ছিল। কোন এক তরুন শিকারি খারাপ উদ্দেশ্য নিয়ে আসে। মৃতদেহের কাছে প্রাপ্ত তামার কুঠার এর আঘাতে,(সে নিজে ছিল পাথরের কুঠারবাহি)সে নিহত হয় তরুন যোদ্বার হাতে। ব্লগে তার মমিকৃত দেহ,নিহত হয়ে পড়ে যাওয়ার কাল্পনিক ছবি ও সম্প্রতি পুনরুদ্বার করা থ্রিডি ইমেজ দেওয়া হলো।


 

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১১ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।