আমাদের কথা খুঁজে নিন

   

বিক্রি হচ্ছে আল্পস পর্বতের চূড়া!

আর কেন সম্মেহন-এ পাপ, থাক- ‘বেদনা আমারি থাক’ ইউরোপের দক্ষিণ-পূর্বাঞ্চলের কাছ থেকে উত্তরাঞ্চলকে আলাদা করে রেখেছে পৃথিবীর অন্যতম পর্বতমালা আল্পস। এবার ১ লাখ ২১ হাজার ইউরোতে সেই আল্পসের দুটি চুড়া বিক্রির ঘোষনা দিয়ে সারা বিশ্বে আলোচনার ঝড় তুলেছে অস্ট্রিয়ার কেন্দ্রীয় রিয়েল স্টেট কোম্পাান। এরআগে গ্রিসে দ্বীপ ব্রিক্রি হলেও, কোনো দেশে পর্বত বিক্রির ঘোষণা এটাই প্রথম। সূত্র : বিবিসি অনলাইন, ইউরো নিউজ, উইকিপিডিয়া আল্পস পর্বতমালার অ্যাল্পস শব্দটি মূলত লাতিন আল্পেসথেকে এসেছে। এটি ইউরোপে অবস্থিত পর্বতমালাগুলোর মধ্যে অন্যতম।

ফ্রান্সের দক্ষিণ-পূর্বে, সুইজারল্যান্ডের ৫ ভাগের ৩ ভাগ জুড়ে, অষ্ট্রিয়ার দক্ষিণাংশের প্রায় পুরোটা এবং স্লোভেনিয়ার উত্তর পশ্চিমে অবস্থিত ইউরোপের সবচেয়ে বড় পর্বতমালার নাম হচ্ছে আল্পস পর্বতমালা এটি জার্মানীর দক্ষিণের সামান্য অংশ এবং ইটালীর উত্তরভাগের কিছুটা অংশকেও দখলে রেখেছে। এ দিকে অষ্ট্রিয়ার আল্পস পর্বতের সৌন্দর্যের খ্যাতি বিশ্ব জোড়া। এবার আপনিও ইচ্ছে করলে মালিক হতে পারেন সেই আল্পস পর্বতের দুটি চূড়ার। কারণ পূর্ব টাইরলের ৬ হাজার ৫’শ ফুট উঁচু জোড়া চূড়া দুটি বিক্রির ঘোষণা দিয়েছে অস্ট্রিয়ার কেন্দ্রীয় রিয়েল স্টেট কোম্পানি বানদিসিমোবিলি এনজিসেলসচ্যাপট। চূড়া দুটির দাম হাঁকা হয়েছে ১ লাখ ৭০ হাজার মার্কিন ডলার বা ১ লাখ ২১ হাজার ইউরো।

প্রতিষ্ঠানটির গ্রস কিনিগেট এবং রসকঅফ সম্মেলনে আল্পসের অপরূপ সৌন্দর্য বর্ণনা করে এ অফার দেয়া হয়। যদিও স্থানীয় অধিবাসীরা কর্তৃপক্ষের এ সিদ্ধান্তে নাখোশ। কারণ দুটি চূড়ার মধ্যে একটি তাদের কাছে প্রথম বিশ্বযুদ্ধের স্মৃতিবহ। স্থানীয় গ্রাম কারটিটসের মেয়র জোসেফ অসারলিখনার বলেন, এটি আমার কাছে রহস্যময়, কেন তারা এখন পর্বত চূড়া দুটি বিক্রি করতে চাইছে। আগ্রহী ক্রেতাদের নিলামে অংশ নেয়ার জন্য শেষ সময় দেয়া হয়েছে ৮ জুলাই পর্যন্ত।

ইতিমধ্যে চূড়া দুটি কেনার জন্য ২০ জন ক্রেতা আগ্রহ প্রকাশ করেছেন। ধারণা করা হয়, ৬৫ মিলিয়ন বছর পূর্বে, আফ্রিকান এবং ইউরাশিয়ান টেকটোনিক প্লেটের সংঘর্ষে এই পর্বতমালার সৃষ্টি হয়েছে।  ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.