দিল ঠান্ডা তো দুনিয়া ঠান্ডা।
আমি একটি সাইট দাড়া করার চেষ্টা করছি। নিজস্ব ডোমেইন। তাতে ওয়ার্ডপ্রেস ইন্সটল করলাম। এইবারে বাংলায় ব্লগিং শুরু করব।
কিন্তু দেখা গেল কিছুতেই বাংলায় লেখা যাচ্ছে না। যতই চেষ্টা করা যাক না কেন, কোন লাভ নেই। সামু থেকে আমার ইউনিকোড লেখা কপি করে সেখানে পেস্ট করে একটা পোস্ট দিলাম। পাবলিশ করার পর দেখি ?? ??? ???? এরকম হয়ে আছে প্রত্যেকটি অক্ষর।
নেটে ঘাটাঘাটি করে জানলাম, আমাকে বাংলা ভাষা ইন্সটল করতে হবে।
ওয়ার্ডপ্রেসের ল্যাঙ্গয়েজ ফোল্ডারে bn_BD.mo ফাইলটি লোড করে wp-config.php ফাইলটায় ঠিকঠাক করলাম। কয়েকবার চেষ্টার পরে কাজ হল।
এবারে দেখা গেল, আমার সি এম এস এর বাক এন্ড এর লেখাগুলো বাংলায় আসছে। প্রকাশ করুন, থিম, প্লাগ ইন ইত্যাদি। ...
কিন্তু বাংলায় পোস্ট দিতে গিয়ে আবারো একই সমস্যা।
পোস্ট পাবলিশ করার পর দেখি অক্ষরের বদলে একগাদা ????????? ???? এসে বসে আছে।
কোন উপায় জানা আছে কারও?
মহা ঝামেলা মনে হচ্ছে...
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।