আমাদের কথা খুঁজে নিন

   

ওয়ার্ডপ্রেসে ওয়েব-সাইট তৈরির পূর্ণ টিউটোরিয়াল [পর্ব-১]

প্রথমেই বলে নিই এটা আমার প্রথম টিউন তাই কোনো ভুল হলে ক্ষমা করবেন। এখন আসি কাজের কথাই।
ওয়ার্ডপ্রেস কি?
উত্তর: ওয়ার্ডপ্রেস একটি জনপ্রিয় সিএমএস(cms) যা ওয়েব-সাইট তৈরি করতে ব্যবহার করা হয়। এটি সারা পৃথিবীর ৬০% ওয়েব-সাইট তৈরিতে ব্যবহার করা হচ্ছে।
এর সাহায্যে অনেক বড় বড় ওয়েব-সাইট তৈরি হয়।

আমাদের প্রিয় টেকটিউনসও ওয়ার্ডপ্রেসে তৈরি।
ওয়ার্ডপ্রেসের সুবিদা কি?
উত্তর: ওয়ার্ডপ্রেসে ওয়েব-সাইট তৈরি করতে কোনো ধরনের প্রোগ্রামিং দক্ষতার প্রয়োজন নেই। এতে আপনি রেডিমিট থিম ও প্লাগ-ইন ব্যবহার করার সুযোগ পাবেন।
ওয়ার্ডপ্রেসে তৈরি কিছু বিখ্যাত ওয়েব-সাইট:
1) time.com
2) gdpglobal.com
3) bangladesh724.com
আপনারা ফ্রি ব্লগ দিয়েও করতে পারেন আবার নিজস্ব ডোমেইন-হোস্টিং নিয়েও করতে পারেন।
নিজস্ব ডোমেইন হোস্টিং এর জন্য ওয়ার্ডপ্রেস ডাউনলোড করুন: http://www.wordpress.org
এরপরের পর্ব থেকে ওয়ার্ডপ্রেস টিউটেরিয়াল পূর্ণদমে শুরু হবে।

ততদিন পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন।
ধন্যবাদ সবাইকে টিউনটি দেখার জন্য।
ইচ্ছে হলে ঘুরে আসতে পারেন আমার ওয়েব-সাইট থেকে। লিন্ক কমেন্টএ দিব।


সোর্স: http://www.techtunes.com.bd/     দেখা হয়েছে ৩০ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.