আমাদের কথা খুঁজে নিন

   

মোটা দাগে ভাগ না করি ; প্রসঙ্গঃ ক্রিকেটে বাঙালির ভারত পাকিস্তান সাপোর্ট



ক্রিকেট খেলায় যার যেটা প্রিয় দল সে সেটা সাপোর্ট করবে এইটা স্বভাবজাত ব্যাপার কিন্তু কিছু সমর্থক ক্রিকেট জোয়ারে উন্মত্তাল যে তাল হারিয়ে নিজের দল কে বাদ দিয়ে অন্য দলের জন্য পুরাই ফিদা।আমি আজ পর্যন্ত একজন বাংলাদেশের হিন্দু পাই নাই যে ভারত কে সমর্থন করে না । করতেই পারে এইটা যার যার বেপার কিন্তু বাংলাদেশকে সমর্থন দিয়া তারপর অন্য দলকে নিয়ে যা ইচ্ছা করুক না । তবে এই কথা সবার বেলায় প্রযোজ্য না যেমন বাংলাদেশ-ভারত মাচের এক ফাঁকে শুভ্র দেব কে দেখাইল বাংলাদেশ এর ব্যাটিং দেখে খুব মনমরা।অন্যদিকে পাকিপ্রেমি কিছু মাইয়া আছে যারা খেলার খ না বুঝলেও “Afridi please Marry me ” virus দ্বারা আক্রান্ত নইলে কি আর sheraton এ গিয়া ছবি তোলে ।এদের দেখলে করুনা হয় ...কতো অকৃতজ্ঞ জাতি আমরা ..যে থালায় খাই সেটাই ভাঙ্গি ।অবশ্য তারা বলতেই পারে যে খেলার মাঠে রজনীতি না ঢুকাই।কিনতু আমাদের উচিত কথায় কাজে চিন্তায় বাংলাদেশি এই পরিচয় তুলে ধরা........ (কিবোরডে প্রথম বাংলায় লিখেছিলাম “আমার সোনার বাংলা আমি তোমায় ভালবাসি ”

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।