আমাদের কথা খুঁজে নিন

   

বাংলা সিনেমার এই হাল কেন?? আমরা কি কোনদিনও ভালো মানের বাংলা ছবি পাবো না...

তুমি যদি প্রত্যেকদিনকে নিজের জীবনের শেষ দিন ভাবো, তাহলে, একসময় তুমি সঠিক হবে! যুগ যুগ ধরে দেখে আসছি বাংলা সিনেমা একই চাকার মধ্যে ঘুরছে। আমার বাবা,দাদা সবাই বাংলা সিনেমার যেসব গল্প বলে সেগুলোর সঙে এখনকার সিনেমার কোন অমিল নাই। (উল্টা আগেকার সিনেমা এখনকার সিনেমা থেকে অনেক ভালো ছিল ) একটা ৩ ঘণ্টার বাংলা সিনেমা ৩ মিনিট দেখলে বুঝে ফেলা যায় বাকি গল্পে কি ঘটবে। আর তাই, আমাদের দেশের সিনেমা হলগুলোর এই অবস্থা। আর ১০ বছর পর মনে হয় সিনেমা হল শুধু ইতিহাসে থাকবে বাস্তবে নয়।

কারণ, যেরকম নিম্নমানের সিনেমা এখনও তৈরি হচ্ছে তাতে করে একটা সিনেমা হলেরও টিকে থাকা সম্ভব নয়। কয়েকদিন আগে একটা ভারতীয় বাংলা ছবি দেখছিলাম। ছবিটা দেখে মনে হল ভারত বাংলা ছবিতে প্রচুর উন্নতি করেছে। ঝকঝকে প্রিন্ট, ভালো মানের গল্প, ভালো কাহিনি, ভালো গান সবকিছুই মোটামুটি সুন্দর। দেখে আনন্দ পাওয়া যায়।

আর আমাদের দেশের বাংলা ছবিতে সেই ৬০ বছর আগেকার প্রিন্ট, ঐতিহাসিক কিছু ডায়লগ, ঐতিহাসিক কাহিনি, আজাইরা টাইপের গান( গান শুরু হওয়ার সাথে সাথে বৃষ্টিও শুরু হইয়া যায় ) আর ধুম-ধারাক্কা বেকুবি টাইপের মারামারি( ঘুসি-লাথি মারার আগেই 'ঢিসুম-ঢিসুম শব্দ হয় ) তার উপর নতুন করে যোগ হয়েছে আমাদের সবার প্রিয় অনন্ত জলিল ভাই অনন্ত জলিল্লা অভিনয় পারেনা, কিন্তু, নায়কের চরিত্রে সে থাকবই। আরে বাবা, তুমি প্রযোজক হইয়া ভালো নায়ক নাও। এরপর, বড় বাজেটের সিনেমা তৈরি কইরা দর্শক উপহার দাও। অযথা, নায়ক হইতে যাইয়া হাসির পাত্র হও কেন? যাই হোক, আমার প্যাচাল এখানেই শেষ যদি ভালো লাগে তাইলে কমেন্ট দিয়েন। না লাগলেও কমেন্ট দিয়েন।

সকলকে ধন্যবাদ।  ।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.