মাথায় অনেক গল্প আসে; কিন্তু লেখার মত পর্যাপ্ত ধৈর্য-শ্রম-অধ্যবসায় নেই। গল্পগুলোকে তাই ছোট করে কবিতা বানাই....
আগের অংশ
বাদামী জামা'র সেই মেয়ে আজ কালচে-সবুজ কামিজে
মূর্তির মত এক ঠাঁয় বসে - আজও তার খোলা চুল
ক্লাস শুরু হল ঘন্টাখানেক - তবু খাতা খোলা হয়নি;
ওড়নাটা নেড়ে, ফের ঠিক করে, খুব সরু আঙ্গুল।
পাপ্পু'র পাশে কাল টি-শার্ট ব্যাগ জড়িয়ে ঘুমায়
সামনে বসা রঙচঙা শার্ট পায়ে-পা তুলে বসে
ইমরান এখনও চিন্তিত মুখে অ্যাসাইনমেন্টটা সারছে
পলাশ ভাই মুখে হাত দিয়ে খুশখুশিয়ে কাশে
সবাই আজ বেশ রিল্যাক্সড মুডে - হেলান দিয়ে বসা
কেউবা ঝিমায়, কেউ হাই তুলে, কেউ অঘোরে ঘুম
স্যারের মগের কফি'র ধোঁয়ায় ক্লাসরুম আচ্ছন্ন
ব্যাক-বেঞ্চার-আমি দেখে যাই অদ্ভূত ক্লাসরুম
কেউ একজন ক্লাসে ঢোকে - মোটে দেড় ঘন্টাই লেট
গোলাপী ওড়না, কানে ঝুলছে মুক্তোর মত দুল
বেশ ক'জন ধ্রুবগতিতে অবিরাম পা কাঁপায়
কেউ পরিপাটি, কেউ ভোলানাথ - উস্কো-খুস্কো চুল
প্রজেক্টরের আলোতে স্যারের কথার প্রতিধ্বনি
কবিতা লেখার তালে পড়ে আজ আর ঘুম আসেনি
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।