আমাদের কথা খুঁজে নিন

   

ঢাকায় এক সপ্তাহ

ভস্ম হই। মৃত্যুর চুমু আমার কপোল ছুঁয়ে যায়। বেঁচে উঠি আবার। নতুন দিনের আশায়। বেঁচে উঠি বারবার।



যা আশঙ্কা করছিলাম সেটাই ঘটল। ঢাকায় নেমেই শ্বাস কষ্ট আর সর্দিতে কাবু হয়ে পড়লাম। তারপর খালাতো ভাইয়ের বিয়ে নিয়ে দৌড়াদৌড়ি। আর ইন্টারনেটের কানেকশন এত দূর্বল যে ঠিক মতো বসতেও পারিনা। হাতে একটা ফরমায়েশি লেখা আর রিসার্চের কিছু কাজও আছে।

ওগুলো নিয়েও বসতে হবে। দুবছরে বদলায়নি তেমন কিছুই। খালি বেড়েছে মোবাইল কোম্পানী। যানজট আগের মতই। রাজনৈতিক অস্থিরতা তো দেশের বাইরে থেকেই টের পাচ্ছিলাম।

রাস্তায় আর্মি দেখে একটু খারাপই লেগেছে। এতটা মনে হয় দরকার ছিল না। এরমাঝে একদিন বাংলা উইকিপিডিয়া নিয়ে মুনীর ভাই আর রাগিব ভাইয়ের একটা মিটিংয়ে কথা হল। এই একটা জায়গায় পরিবর্তন এসেছে। এখন বাংলাদেশে ওপেন সের্াস নিয়ে অনেক লোক আছে কথা বলবার।

সরকারী ভাবেও হয়ত কিছু করা সম্ভব, এমনটাই মনে হয়েছে আমার। প্রাথমিক ঝামেলা শেষে ভাবছি কি করা যায়!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।