আমাদের কথা খুঁজে নিন

   

ঢাবি সমাবর্তনে ভারতীয় জাতীয় সঙ্গীত নিয়ে যাদের কিছু প্রশ্ন আছে তাদেরকে বলছি!!!!!!

সময়ের স্রোতে ভেসে বেড়াচ্ছি বাংলাদেশের জাতীয় সংগীতের আগে ভারতের জাতীয় সংগীত কেন- এই রকম একটা পোস্ট দেখলাম। পোস্টটিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে রীতিমত কাঠগড়ায় দাঁড়া করানো হয়েছে। তাই একটু বলছি। আমরা দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠে পড়ছি বা পড়েছি। কাজের বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ গেনেশুনে এত বড় একটা ভুল নিশ্চই করবে না।

তাও আবার সমাবর্তনের মত এত বড় একটা অনুষ্ঠানে। একটু লক্ষ্য করুন। প্রথমে বলি, দুনিয়ার সব জায়গায় ধর্মগ্রন্থ থেকে তিলাওয়াতের আগে জাতীয় সঙ্গীত হয়। যেমন: Click This Link দ্বিতীয়ত: কোন অনুষ্ঠানে যখন কোন দেশের রাষ্ট্রপতি থাকে তখন সেই দেশের জাতীয় সংগীত বাজানো একটা স্ট্যান্ডার্ড প্রোটোকল। যেমন সার্ক সম্মেলনে যখন সব দেশের প্রধানমন্ত্রী কিংবা রাষ্ট্রপতি থাকে তখন সব দেশের জাতীয় সংগীত বাজানো হয়।

আবার উইনিভার্সিটি অফ ব্রিটিশ কলম্বিয়া যখন ড. ইউনুস কে ডক্টর অফ ল ডিগ্রি দেয়, তখন বাংলাদেশ আর কানাডা দুই দেশেরই জাতীয় সংগীত বাজানো হয়েছিল। (Click This Link) তৃতীয়ত: সবসময় অতিথি দেশের জাতীয় সঙ্গীত সব সময় আগে বাজানো হয়। উদাহরণ হিসেবে দেখতে পারেন: http://www.state.gov/s/cpr/what/c18027.htm এসব সস্তা প্রোপাগান্ডায় গা ভাসিয়ে নিজের বিশ্ববিদ্যালয় নিয়ে ধুম করে কিছু বলার আগে একটু চিন্তা করে বলবেন। বিশেষত সেটা যখন ঢাক বিশ্ববিদ্যালয়, আমাদের অনেক গর্বের একটা জায়গা। নিজের বিশ্ববিদ্যালয়কে ছোট করা কিন্তু এক দিক থেকে নিজেকেও ছোট করা।

যারা এই অনুষ্ঠানের সূচি নির্ধারন করেন তাদের যোগ্যতা আছে বলেই করেন। (কৃতজ্ঞতাঃ Unsigned Integer ) ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৫ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.