চমকে দিতে আসছে বুদ্ধিমান স্মার্টফোন। আর ফোনটি তৈরি করছে মটোরোলা। ফোনটির নাম দেয়া হয়েছে ‘মটো এক্স’। খবর টেলিগ্রাফ অনলাইনের।
প্রযুক্তি বিশ্লেষকেরা এ স্মার্টফোনটিকে বুদ্ধিমান বলছেন এ কারণে যে, মটো এক্স ব্যবহারকারীর মনের ভাব আগেভাগেই বুঝতে সক্ষম হবে এটি।
স্মার্টফোনটির সেন্সর ব্যবহারকারীর মুঠোফোন ব্যবহারের ধরন বিশ্লেষণ করে আগেভাগেই স্বয়ংক্রিয় তথ্য জানাতে সক্ষম হবে। মটো এক্স স্মার্টফোনটি বাজারের অন্যান্য দামি স্মার্টফোনের চেয়ে সাশ্রয়ী হবে বলেও জানিয়েছেন মটোরোলার প্রধান নির্বাহী ডেনিস উডসাইড।
উডসাইড এ প্রসঙ্গে বলেছেন, ‘মটো এক্স’ স্মার্টফোনটির জন্য শক্তি-সাশ্রয়ী সেন্সর ও শক্তিশালী প্রসেসর তৈরি করবেন মটোরোলার বিশেষজ্ঞরা। স্মার্টফোনটি বর্তমানে বাজারে থাকা স্মার্টফোনগুলোর তুলনায় আর বেশি ব্যবহার-বান্ধব ও ইন্টারেকটিভ হবে। এ স্মার্টফোনটির ব্যবহারকারীর প্রয়োজন অনুযায়ী তথ্য জানাতে পারবে।
গুগলের উন্নত সার্চ, নতুন প্রযুক্তির সেন্সর ব্যবহূত হবে এতে।
অনলাইনে মুঠোফোনের তথ্য ফাঁসকারি ইভালিকসের টুইট থেকে জানা গেছে মটোরোলার তৈরি মটো এক্স স্মার্টফোনটিতে থাকবে এক দশমিক সাত গিগাহার্টজের ডুয়াল-কোর কোয়ালকম স্ন্যাপড্রাগন প্রসেসর, দুই গিগাবাইট র্যাম সুবিধা। স্মার্টফোনটির ডিসপ্লে রেজুলেশন হবে ৭২০ পিক্সেল এবং এতে ১৬ গিগাবাইট পর্যন্ত ইন্টারনাল মেমোরি থাকবে। স্মার্টফোনটিরে পেছনে ১০ মেগাপিক্সেল ও সামনে দুই মেগাপিক্সেলের ক্যামেরা থাকতে পারে। স্মার্টফোনটি হবে অ্যান্ড্রয়েড ৪.২.২ নির্ভর।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।