আমাদের কথা খুঁজে নিন

   

আপেল ম্যাকবুক এয়ার ম্যাক ল্যাপটপ (Apple MacBook Air Mac Laptop)

নিজের কাজ যেখানে খুশি সেখানে করা সম্ভব যদি থাকে নিজের একটি ল্যাপটপ। বাসা কিংবা অফিস যেখানেই যান না কেন হাতে ল্যাপটপ থাকলে নিমিষেই সব পার। যারা ভাবছেন একটু দামই ল্যাপটপ কিনবেন তারা একবার ঢুঁ মারতে পারেন অ্যাপলের ল্যাপটপ সিরিজ থেকে। দাম যাই হোক চমৎকার ডিজাইন দেখে চোখে ধাঁধা লাগবেই। আপেল ম্যাকবুক এয়ার ম্যাক ল্যাপটপ নিয়ে বিস্তারিত থাকছে এবারের আয়োজনে।

সিরিজ : ম্যাক। পার্ট নাম্বার : MD223HN/A প্রসেসর : কোর আই৫। প্রসেসর ব্র্যান্ড : ইন্টেল। ক্লক স্পিড : ১.৭ গিগাহার্জ সিস্টেম মেমরি : ৪ গিগাবাইট DDR3 HDD ক্যাপাসিটি : ৬৪ গিগাবাইট। অপারেটিং সিস্টেম : ম্যাক OS X লায়ন স্ক্রিন সাইজ : ১১ ইঞ্চি রেজল্যুশন : 1366 x 768 পিক্সেল।

স্ক্রিন ধরন : হাই রেজুলেশন LED-Backlit Glossy গ্রাফিক প্রসেসর : ইন্টেল এইচডি গ্রাফিক্স 5000 ওয়েব ক্যামেরা : 720p এ FaceTime এইচডি ক্যামেরা। ব্লুটুথ : v4.0 ব্যাটারি : ৫ ঘন্টা পর্যন্ত ব্যাকআপ ইউএসবি পোর্ট : 2 x USB 3.0 ওজন : ১.০৮ কেজি মাত্রা : 300 x 192 x 17 mm

সোর্স: http://news.techzoom24.com/     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।