আমাদের কথা খুঁজে নিন

   

আপেল কেচ্ছা



: আপেল আছে ? : হ্যা, আপেল আছে । : কই ? : ঐ যেটা ! : কোথায় ? : ঐ যে, টেবিলের উপরে । : কই আমিতো কোন আপেল দেখছি না ! : ভালো করে তাকিয়ে দেখ । : না, আমি কোন আপেল দেখছিনা তো । : আরে নির্বোধ, ঐ যে টেবিলের উপর একটা বল, রঙ করার জন্য লাল পেইন্টের কৌটা, ভিটামিন, খনিজ ইত্যাদি ইত্যাদি ... এসব দেখছিস্‌ না ? : হ্যা, এসব দেখছি ।

কিন্তু আপেলটা কই ? : আরে নির্বোধ, ওটাই তো আপেল । : কিন্তু ওটা আপেল হয় কি করে । : আরে নির্বোধ, ওই গুলোকে মিলিয়ে গুলিয়ে কল্পনা করতে দেখ না ! ! : তাহলে আদতে কিন্তু কোন আপেল নেই । তাই না ? : আরে গাধা বলে কি ! ঐটাকে কি আপেল কল্পনা করা যায় না । : দুঃখিত জনাব, আপনি আমাকে আপেলের প্রতিশ্রুতি দিয়ে এনেছেন।

কিন্তু আসলে আপেল নেই । : আরে গাধা, তোর দিলে সীল পরে গেছে ... তোকে দিয়ে হবে না । : আমার আপেলটা দেখিয়ে দিন দয়া করে ... আমার আর কিচ্ছু চাওয়ার নেই । আপেলের প্রতিশ্রুতি দিয়ে তো আপনিই আমাকে এখানে এনেছেন । চলে যাচ্ছেন ক্যান ? : ... ... (উত্তরকারীর প্রস্থান, এবং সে আর কোনদিন ফিরে আসেনি ।

) আমার একটি পুরোনো লেখার অনুবাদ ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।