আমার হাতদুটো পা হয়ে গেলে আর পা হাত; তাহলে কি তুমি করমদর্নের সজ্ঞাটা পালটে দিবে
আপেল লাল ও ছায়ারোগী
---------------------------------
আপেলের লালে সারারাত যারা নিবিড় পর্যবেক্ষন করেছে তাপচরিত্র
সুর-বেসুরে আপেল ও ছুরির স্নায়ুর কাহারবায় ধরেছে আগুনের গান
আগুনেরই সিথানে তাদের না ঘুমানো ঠোঁটে ফুটে উঠেছে ভোরালো
আর জাগরনের রসপেয়ালা উলটে ভিজে গ্যাছে বাহিরের মিহিন বাতাস।
সেই বাতাসে মেলে দেয় চাদর যে গোপিনীরা তাদের ভেজা চুলের গন্ধ
মিশে যায় মৌয়ালীর মধুর হাঁড়িতে।
শূন্য দুপুরের ছায়ারোগীর নিঃসঙ্গ চোখের শুকনো গাছের পাতা-ঝরা
ডাল নড়ে উঠে কামুক হাওয়ায়। আমি ছুরি দিয়ে তাদের বক্ষ
ফা লি ফা লি
করে
জেনে গ্যাছি
ঠোঁটের কিনারায় সন্ধ্যার হাসি মেখে গোপিনীরকুটুম হবার স্পর্ধা তাদের নাই
আমি ছুরি দিয়ে তাদের বক্ষ
ফা লি ফা লি
করে
জেনে গ্যাছি
দিবালোকে গোপন প্রনয়কে আস্তিনে লুকিয়ে রাখার খেলা তারা শিখে নাই
অথচ লালরাতের বাহুভেদী স্পর্শে খুব সহজে তারা গলে যাবে
-----------------------------
আল্লাইয়ার
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।