আমাদের কথা খুঁজে নিন

   

বালিশের বাদশাহী

ভেঙ্গে পড়ে সাবেকী বিশ্বাস,

-আবু মকসুদ বাতাস ঠেঙিয়ে ঘুমে, মৃত্যুর নিপুণ ভান থুতনিতে খোঁচা খোঁচা দাড়ি ঘুম ঘোরে বৃত্তান্ত উল্টাতে চাইলে গেরস্তের পিছন দরোজায় দিয়ে পালায় ভাঙ্গা চশমার অক্ষম পুরুষ টেবিলের জমা স্তূপ ডিঙাতে ডিঙাতে মন যায় অশ্লীল গল্পের আসরে তখন নগ্ন হওয়া গাছেদের মতো তড়পাই, আমি তো উড়াল শিখিনি তাই পানের পিকের মতো কায়ক্লেশে বাঁচি সবাই ভাবুক- আমিও, অর্শ আর বাতের ভাবনায় স্বাস্থ্য বিভাগের ডাক ঘরে চিঠি লিখি রাতে জল ঢুকছে ভেবে তেল চিটচিটে বালিশে মাথা রাখি, পাশে স্খলিতস্তনা, স্বস্থির নিঃশ্বাসে আকবর বাদশার মতো কটকটি আঙুল বাজাই।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।