আমাদের কথা খুঁজে নিন

   

বালিশের সঙ্গে বিয়ে!

জন্ম থেকে মৃত্যু পর্যন্ত বালিশের সঙ্গে বসবাস মানুষের। নিত্যদিনের ব্যবহার্য হিসেবে বালিশ যত দরকারই হোক না কেন তাই বলে জীবনসঙ্গী হিসেবে! ভাবতেই উদ্ভট লাগছে তাই না? কিন্তু কোরিয়ার লি জিন গাই নামের ২৮ বছর বয়সী এক তরুণ এই উদ্ভট কাজটিই করলেন। নিজের আদরের বালিশটাকে শেষমেশ বিয়ে করে ফেললেন তিনি।

দীর্ঘদিন ধরে বালিশের সঙ্গ যাপনের ফলেই বালিশের প্রতি তার প্রেম ও প্রেম-পরবর্তী বিয়ের ঘটনা ঘটেছে বলে জানান লি। বিয়েতে ঢাকঢোল পিটিয়ে, বন্ধুদের বিয়ের কার্ড পাঠিয়ে সে এক তুমুল কাণ্ড-কারখানা।

বিয়ের আনুষ্ঠানিকতা শেষ হওয়ার পর লি সদ্য ‘বিবাহিতা’ বালিশ-কনেকে নিয়ে ঘুরতেও গেলেন।

নিজের সিটের পাশে বালিশটির জন্য একটা সিট, খাবার টেবিলে পাশের চেয়ারে বালিশকে রেখে তার জন্য আলাদা মেন্যুর অর্ডারসহ কত কী আয়োজন। জাপানে তৈরি হওয়া ‘ডাকিমাকুরা’ নামের কোলবালিশ আকৃতির এ বালিশটির জন্য বিয়ের কাপড়ও তৈরি করেন লি!মানুষের অদ্ভুত এ আচরণটিকে গবেষকরা সেক্স-অবজেটিজব বলে চিহ্নিত করেছেন। যেখানে মানুষ তার পছন্দের কোনো বস্তুর প্রতি মানসিক ও শারীরিক টান অনুভব করে। লি'র বেলায় ঠিক এরক ঘটেছে বলে মনে করছেন গবেষকরা।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।