সুন্দর এক সুখী সমাজ গঠনের ডাক দিয়ে যাই
বেচারা মাহমুদুল্লাহ! গত ম্যাচে সবারই বোলিংই খারাপ ছিল। ব্যাটিংয়ে ২০ টা রান করতে পারলে বোধ হয় এ যাত্রা রক্ষা পেত। কিন্তু বেচারার কপাল খারাপ। তাই খড়গ নামল তার উপরেই। আর তার পেছনে তো উৎপল শুভ্র'রা নেই! জনাব শুভ্র আশরাফুলকে নির্ভার রাখতে বলেন।
কিন্তু মাহমুদুল্লাহ বা শাহরিয়ার নাফিসের জন্য তার কলম চলে না।
অনেকেই হয়ত ভাবছেন জয়ের আনন্দের সময় এসব কথা কেন? মোহাম্মদ আশরাফুল (অনেকেই বলে থাকেন আশরা - fool) শুধু বাংলাদেশে নয়, সারা বিশ্বের সবচেয়ে বেশি সুযোগ পাওয়া খেলোয়াড়! বিশ্বের অন্য কোন খেলোয়াড় এত দীর্ঘদিন এবং এত বেশি সংখ্যক ম্যাচে খারাপ করে দলে টিকে থাকতে পারেনি। বোলার শেন ওয়ার্ন, চামিন্ডা ভাস, ওয়াসিম আকরাম আশরাফুলের চেয়ে বেশি গড় নিয়ে ক্যারিয়ার শেষ করেছে।
কিন্তু শাহরিয়ার নাফিসের ব্যাপারে অনেকেই নাক সিটকান। এখনও পর্যন্ত নাফিসের ক্যারিয়ার গড় ৩৪ যা আশরাফুলের দেড় গুন।
আশরাফুল খেলেছে ১৬৫ টি ম্যাচ, নাফিস ৬৪ টি। বিস্তারিত -
আশরাফুল
শাহরিয়ার নাফিস
অনেকে বলবেন নাফিসের রেকর্ড বড় দলগুলোর বিপক্ষে ভাল নয়। কিন্ত এখানে আশরাফুলের রেকর্ডও দেয়া আছে। কোন বড় দলের বিপক্ষেই আশরাফুলের গড় ২৫ এর বেশি নয়। আর নাফিস বড় দলের বিপক্ষে খেলেছেই কম।
আমার মনে আছে হার্শেল গিবসের ১৯৯৯ বিশ্বকাপের সময় গড় ছিল ২২ এর মত। তখন তার ৬০ টির মত ম্যাচ খেলা ছিল। সে খেলা শেষ করেছে ৩৬ গড় নিয়ে, ম্যাচ ২৪৮ (আশরাফুল থেকে খুব বেশি নয়)।
সমস্যা হল আশরাফুল দু তিনটি ইনিংস খেলেছে খুব ভাল, কিন্তু রকিবুল, নাফিসরা নিয়মিত ২০-৩০ করলেও আশরাফুলের মত তেমন ইনিংস খেলতে পারেনি। এখন আপনারাই বলুন, নিয়মিত ভাল নাকি খরগোশ আশরাফুল ভাল।
পুনশ্চঃ জয়ী বাংলাদেশ দলকে অভিনন্দন
এবং আশরাফুলকে নিকট ভবিষ্যতে আর দলে দেখতে চাইনা।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।