আমাদের কথা খুঁজে নিন

   

আশরাফুলের কান্ড.... / মাহমুদুল্লাহর ফর্মকে কাজে লাগানো হোক।

http://www.facebook.com/Kobitar.Khata
প্রথমে আশরাফুলের কাহীনি শুনুন। আমাদের আশরাফুল অত্যন্ত প্রতিভাবান। শুধু প্রতিভাবান এর খেতাব নিয়ে পৃথিবীতে আর কোন খেলোড়ায় বছরের পর বছর দলে থেকেছে বলে বলে জানা নাই। আশরাফুলই সেই বিরল প্রতিভা!!!! আজ তিনি ভারতের বিপক্ষে দলের চরম বিপদের সময় ২ রান করে দলকে আরো বেশী বিপদে ফেলতে সমর্থ হয়েছেন। আর এই ২ রান করার জন্য তিনি ৩ বার ক্যাচ দিয়েছেন।

প্রথম দু'বার ভারতীয় ফিল্ডারেরা আশরাফুলের বিরল প্রতিভার প্রতি সম্মান জানিয়ে ক্যাচ পেলে দিয়েছেন। কিন্তু মাত্র ২ রান করার জন্য এর থেকে বেশী সম্মান জানানু বেশী হয়ে যাবে ভেবে তৃতীয় বারের বার ক্যাচ ধরেছেন। আশরাফুলের এই প্রতিভা দেখে মনে একটি কথাই বার বার এসেছে। সেটা হলো আশরাফুল নিপাত যাক। আমরা আশরাফুলের প্রতিভা দেখতে দেখতে ক্লান্ত।

আর প্রতিভা দেখতে চাই না। এবার দেখতে চাই পারফরমেন্স। তাই আশরাফুলের জায়গায় প্রতিভা বিহীন কোন ব্যাটসম্যান চাই যার প্রতিভা না থাকুক অন্তত পারফরমেন্স থাকবে। এইবার মাহমুদুল্লাহ এর কাহিনী। ইদানীং মাহমুদুল্লাহকে ব্যাটিং করার সময় দেখতেই প্রচন্ড আত্মবিশ্বাসী মনে হয়।

অথচ মাহমুদুল্লাহ অনেকদিনই দলে আসা যাওয়ার মধ্যে ছিলেন। গত ওয়েষ্ট ইন্ডিজ সফরে প্রথমবারের মতো নিজেকে ব্যাটিংয়ে বোলিংয়ে প্রমান করতে পারেন। যদিও বোলিংটি একটু বেশী উজ্জল ছিল। গত কয়েকদিন আগে শেষ হওয়া ত্রিদেশীয় সিরিজে তার ব্যাটিং ছিল অত্যন্ত উজ্জল। ৪ ম্যাচে তার রান ছিল ৪৫, ৬০*,২৪*,৬৪*।

গড় ১৯৩!!! আজকেও দলের চরম খারাফ সময়ে তার ব্যাট ত্রাতার ভূমিকা পালন করেছে। আজ তিনি করেছেন দলের পক্ষে সর্বোচ্চ ৬৯ রান। মজার ব্যপার হচ্ছে যার ব্যাট এমন ধারাবাহিক ভাবে রান প্রসব করছে সে আজও ব্যাট করেছে ৮ নং পজিসনে। যারা ক্রিকেটের খোঁজ খবর রাখেন তারা জানেন দিলশান ব্যাট করত ৫/৬ নং পজিসনে। কিন্তু গত একবছরের আগে থেকে সে খুব ভাল ফর্মে আছে।

আর তার সেই ফর্মকে কাজে লাগানোর জন্য শ্রীলংকা তাকে ওপেনার হিসেবে প্রমোশন দিয়েছে। আমি মনে করি মাহমুদুল্লাহর ফর্মকে কাজে লাগানোর জন্য তাকেও ব্যাটিংয়ে ৩/৪ এ প্রমোশন দেওয়া উচিৎ।
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.