বাস্তবের মতোই গুগল ম্যাপে সামগ্রিক দৃশ্য দেখানোর ব্যবস্থা নিয়েছে সার্চ জায়ান্ট গুগল। গুগলের অফিসিয়াল ব্লগপোস্টের বরাত দিয়ে প্রযুক্তিবিষয়ক সাইট ম্যাশএবল জানিয়েছে ব্যবহারকারীরা এখন থেকে আপলোড করতে পারবেন ৩৬০ ডিগ্রি প্যানোরমা দৃশ্য।
কমিউনিটি সাইট ভিউস নামে নতুন এ সেবার মাধ্যমে ৩৬০ ডিগ্রি ম্যাপে গ্রাহকদের আপলোডকৃত শুধু রাস্তা বা খালি জায়গার দৃশ্যই নয়, বরং পূর্ণ স্থাপনাই অবিকল দেখা যাবে।
গুগলের নিজস্ব ব্লগ পোস্টে প্রোডাক্ট ম্যানেজার ইভান রেপোপোর্ট জানান, ‘ফটো স্পেয়ারস’ নামে গুগল ম্যাপে নতুন সেবা সংযুক্ত করা হয়েছে। এতে ভৌগোলিক অবস্থাভেদে বিভিন্ন স্থাপনার ছবি স্পষ্ট দেখা যাবে।
ফটো স্পেয়ারের ছবিগুলো অ্যান্ড্রয়েড ফোনের চলতি ভার্সন ৪.২ জেলি বিন বা তার চেয়ে উচ্চমানের ক্যামেরার মাধ্যমে তোলা যাবে।
ফটো স্পেয়ার্সে ছবি আপলোড করা সম্পর্কে রেপোপোর্ট বলেন, ‘গুগল প্লাসে সাইনইন করে ৩৬০ ডিগ্রি ফটো আপলোড করা যাবে। এ জন্য প্রথমেই গুগল প্লাস প্রোফাইলে সাইন ইন করুন। এবার পেইজের উপরের বাম দিকে ব্লু ক্যামেরা বাটনে ক্লিক করুন। এখানে আপনি আপনার গুগলপ্লাসের ছবির ফাইল থেকে ফটো আপলোড করতে পারবেন।
অ্যান্ড্রয়েড ডিভাইস থেকেও যে কেউ ছবি আপলোড করতে পারবে বলে জানিয়েছে গুগল।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।