http://www.facebook.com/Kobitar.Khata
জীবনে (মাইক্রোসফট এর) যত অপারেটিং সিসটেম ব্যবহার করিছি তার মধ্যে এখন পর্যন্ত শ্রেষ্ঠ এক্সপি। মাঝখানে ভিস্তা নিয়ে সারা দুনিয়ায় সেকি মাতামাতি। আর কোন অপারেটিং সিসটেম নিয়ে এত মাতামাতি হয়েছে কিনা আল্লাহ মালুম। ভিস্তা লোড করার পর অল্প কিছুদিন ব্যবহার করার পর লাত্থি মাইরা ফালাইয়া দিছি। আমার কাছে মনে হয়েছে ভিস্তা হলো জগতের সবচে বাজে অপারেটিং সিসটেম।
অবশ্য মাইক্রোসট নিজেই ভিস্তারে ডাস্টবিনে পেলে দিয়েছে। কখন জানি চুপি চুপি উইন্ডোজ সেভেন নামে আরেকটি অপারেটিং সিসটেম বাজারে এসেছে। এই অপারেটিং সিসটেমটির প্রচার সম্ভবত সবচে কম হয়েছে।
যারা এক্সপি, ভিস্তা ব্যবহার করার পর উইন্ডোজ সেভেন ব্যবহার করছেন তারা একটু আওয়াজ দিয়েন। অন্য অপারেটিং সিসটেম গুলোর সাথে এটার পাথর্ক্য কি এবং ব্যবহার করে আরাম কেমন? আপনাদের সাড়া পেলে দেখি হয় তো উইন্ডোজ সেভেন দিয়ে ট্রাই মারতে পারি।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।