আমি বিধাতার রঙ্গে আঁকা এক অস্পষ্ট ছবি।
ক্রিকেটপ্রেমী দর্শকদের জন্য নির্দেশনা দিয়েছে বিশ্বকাপ স্থানীয় আয়োজক কমিটি (এলওসি)। টিকিটের সিরিয়াল অনুযায়ী আসন নিতে হবে প্রত্যেককে।
উদ্বোধনী ম্যাচে দর্শকরা টিকিট অনুযায়ী আসন গ্রহণ করেনি। ভেন্যুতে দায়িত্বরত পাশধারি লোকজন অন্যের আসনে বসে থাকায় বিব্রত হয়েছেন টিকিট ধারি দর্শকরা।
কিন্তু আয়ারল্যান্ড-বাংলাদেশ ম্যাচ থেকে একটু কড়াকড়ি করা হবে। গ্যালারিতে দায়িত্বরত স্বেচ্ছাসেবকরা টিকিট পর্যবেক্ষণ করে দর্শকদের নির্ধারিত আসনে বসার জন্য দিক নির্দেশনা দেবেন।
বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, দিবারাত্রির খেলায় বেলা ১১টা থেকে স্টেডিয়ামের প্রবেশ গেট খুলে দেওয়া হবে। দিনের ম্যাচে গেট খোলা থাকবে সকাল সাড়ে সাতটা থেকে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, গ্যালারিতে প্রবেশের পরেও টিকিট সংরক্ষণ করতে হবে।
যে কোন সময়ে পুনঃচেক হতে পারে। খেলার মাঠসহ সংরক্ষিত এলাকায় বিনা অনুমতিতে প্রবেশ করা যাবে না। টিকেটের গায়ে সেটে থাকা বারকোড মুছে গেলে বা নষ্ট হয়ে গেলে ওই টিকিট বাতিল বলে গণ্য হবে।
শিশুদের জন্যও টিকিট লাগবে। গ্যালারিতে প্রবেশের পর চেক পয়েন্টের বাইরে চলে গেলে ফের প্রবেশের সুযোগ দেওয়া হবে না।
যে কোন প্রকার ক্যান, বোতল, আগ্নেয়াস্ত্রো, ছাতা, লেজার পয়েন্টার, বিস্ফোরক পদার্থ, অশোভন পতাকা, ব্যানার, যে কোন মাদক দ্রব্য, মদ্যপানীয়, পতাকার জন্য লাঠি বা কাঠি এবং নিরাপত্তা রক্ষীদের কাছে বিপদজনক মনে হয় এমন জিনিস বহনকারী ব্যক্তি স্টেডিয়ামে প্রবেশের সুযোগ পাবেন না। সেগুলো স্থানে ধ্বংস করা হবে এবং তার জন্য কোন প্রকার ক্ষতিপূরণ দাবি করতে পারবেন না দর্শক। ব্যক্তিগত ব্যবহারের জন্য শুধুমাত্র ডিজিটাল ক্যামেরা নেওয়া যাবে।
এদিকে দর্শক গ্যালারিতে খাদ্যমূল্য তালিকা দেওয়া থাকবে। সে অনুযায়ী খাবার এবং পানি ও পানীয় বিক্রি করবে দোকানীরা।
স্টেডিয়াম এলাকায় গাড়ি পার্কিংয়ের জন্য সরবরাহকৃত আগের লাল স্টিকার বাতিল করা হয়েছে। সেক্ষেত্রে আগের লাল ও সবুজ স্টিকারযুক্ত গাড়ি ওয়েস্টার্ন গেট পর্যন্ত এবং ন্যাশনাল বাংলা হাই স্কুল পর্যন্ত যেতে পারবে।
স্টেডিয়ামের মূল চত্বরে শুধুমাত্র টিম বাস, ম্যাচ অফিসিয়াল, আইসিসি অফিসিয়াল, ফায়ার সার্ভিস, অ্যাম্বুলেন্স, ব্রডকাস্ট কর্তৃপ (ইএসপিএন) ও সার্ভিস প্রভাইডারদের গাড়ি প্রবেশের অনুমতি দেওয়া হবে। এসকল যানবাহনের জন্য তিন কোণা নতুন স্টিকার দেওয়া হবে।
নিরাপত্তার খাতিরে সাধারণ দর্শক মিরপুর ১০ নম্বর গোল চত্বর, সনি সিনেমা হল গোল চত্বর, প্রশিকা মোড়, অথবা অরিজিনাল ১০ নম্বর মোড়ের পরে গাড়ী আনতে পারবেন না।
এসব জায়গায় পার্কিং লট ব্যবহারের জন্য উপযোগী এবং নিরাপদ রাখা হয়েছে।
এদিকে আইসিসির অফিসিয়াল স্পন্সরদের সঙ্গে বিরোধপূর্ণ লোগো সম্বলিত কোন জার্সি, টি-শার্ট, পোষাক, পতাকা, ব্যানার পরিধান বা বহন করা যাবে না।
সূত্রঃ বাংলানিউজটোয়েন্টিফোর.কম
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।