ছোটবেলাটা দুবাই কাটালেও দিল্লিকে ভুলতে পারেনি রোশনী চোপড়া। ক্রিকেটপ্রেমী রোশনী দূরদর্শন চ্যানেলের একটি ক্রিকেট শোতে উপস্থাপনার মধ্যে দিয়ে কেরিয়ার শুরু করেন। বর্তমানে জিটিভির সবচেয়ে আলোচিত ও জনপ্রিয় সিরিয়াল কসম সে সিরিয়ালে নেগেটিভ চরিত্রে অভিনয় করে পেয়েছেন আকাশচুম্বী জনপ্রিয়তা। বালাজির অন্যান্য নেগেটিভ চরিত্র থেকে পিয়া চরিত্রটি আলাদা বললেন তিনি।
পিয়া চরিত্রটি সিরিয়ালে প্রধান চরিত্র নয়।
তবে পিয়া চরিত্রকে বাণী থেকে বেশি হাইলাইট করা হচ্ছে। কসম সে সিরিয়ালটির কাহিনী গড়ে উঠেছে তিন বোনকে কেন্দ্র করে। বড় বোন বাণীকে পাগল বানিয়ে তার স্বামীকে বিয়ে করতে যাচ্ছে পিয়া। চরিত্রটি বেশ জটিল বললেন রোশনী।
কেননা আমাকে অনেক বাধা অতিক্রম করতে হয়েছে।
বাইরে বের হলে সবাই আমাকে বকাঝকা করে। যদিও এটাই আমার প্রাপ্তি। এর থেকেই বুঝতে পারি আমি যথার্থ অভিনয় করেছি- বললেন রোশনী। কিউকি, কাহানি ঘর ঘর কির চেয়ে কসম সে এখন সবচেয়ে জনপ্রিয়।
তথাকথিত বউ শাশুড়ির যুদ্ধ আমার ভালো লাগে না।
পিয়া চরিত্রটি সম্পর্কে জেনে আমার খুব ভালো লাগে। যেখানে কেবল আমাকে মন্দ দেখানো হয়নি। প্রথম দিকে বেশ ভালো দেখানো হয়েছে। সময়ের পরিবর্তনে ঘটনার আবর্তনে একজন মেয়ের মাঝে যা পরিবর্তন হয় পিয়ার মাঝে তাই হয়েছে।
পিয়া চরিত্রটি করতে পেরে আমি একতা কাপুরের কাছে কৃতজ্ঞ।
দুবার নেগেটিভ রোলের জন্য অ্যাওয়ার্ড জিতেছেন তিনি। কসম সের বাইরে অন্য কোনো কাজ করছেন না তিনি। তবে বিরোধ থোড়িসি জামিন থোড়িসি আসমান-এর মতো সিরিয়াল হলে অবশ্যই কাজ করব। নতুন সংসার আর কসম সে নিয়েই ব্যস্ত সময় কাটাচ্ছেন রোশনী। আগামীতে নেগেটিভ রোল করার ইচ্ছে আছে, তবে সেটা নির্ভর করবে সিরিয়ালের কাহিনীর ওপর বললেন রোশনী।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।