জেনেটিক ইঞ্জিনিয়ারের সফল PROJECT এর উপাখ্যান শুনাবো আজ।
খেয়ালের বশে সিলেট এ ২০০০ Strawberry চারা লাগিয়েছিলাম, versity এর ক্লাস এর ফাঁকে ফাঁকে হাড় ভাঙ্গা খাটুনির ফলে মাশাললাহ অনেক Strawberry এসেছে । নিজের সন্তানের মত আগলে রেখেছি গাছ গুলো । একা একা কত খাব? যদি কেউ মাঠ থেকে নিজের হাতে Strawberry তুলে স্বাদ নিতে চান তবে আওয়াজ দিন। দূরের মানুষদের ও দিতে পারব
ছবি আপলোড করা এখনও শিখিনী , অনেক গুলো লাল টুকটুকে ছবি আপলোড করবো পরে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।