আমাদের কথা খুঁজে নিন

   

ভালবাসার পূর্ন সংজ্ঞা পড়ে দেখেন হতাস হবেন না

জানি না

ভালবাসার সংজ্ঞা বিভিন্ন শ্রেনী পেশার মানুষের কাছে বিভিন্ন রকম । চলুন দেখা যাক কে কি বলে । .... ছাএ : ভালবাসার পূর্ন অর্থ হল br /> ভা = ভাল-মন্দ চিন্তা না করে ল = লোকলজ্জা উপেক্ষা করে বা = বাবা-মার মুখে চুনকালি দিয়ে সা = সাগরে ঝাপ দেওয়া । ( শিক্ষক : যার দৈর্ঘ, প্রস্থ ও বেদ আছে তাকেই ভালবাসা বলে । ডাক্তার : ভালবাসা এমন এক রোগের নাম , যা ঘুম নষ্ট করে , ক্ষুধা কমায় , চিন্তা বৃদ্ধি করে ।

পুলিশ : ভালবাসা এমন একজেলখানা যেখানে হ্নদয় বন্দীদের খেলা চলে । ( কবি : ভালবাসা মানে উদাস হয়ে যাওয়া । / রাজনীতিবিদ : ভালবাসা হলো পার্কে , গাছতলায় , চাইনিজ রেস্টুরেন্টে সেমিনার আর বক্তিতা । ভিখারি : ভালবাসা হলো একজনের মন অন্যজনকে ভিক্ষা দেওয়া এবং অরেকজনের ভিক্ষা নেওয়া । কুলি : ভালবাসা মানে অপরের সুখ-দু্ঃখ আঁটি বেধে বহন করা ।

মাঝি : ভালবাসা হলো কিছু মান-অভিমান এবং কিছু আবেগের দাড় টানা । বিক্রেতা : ভালবাসা হচ্ছে হ্নদয়ের বেচাকেনা । বাড়িওয়ালা : ভালবাসা মানে দুই বেড , একটা বারান্দা , ড্রইং আর একটা সুন্দর বাথরুম । ব্যর্থ প্রেমিক : ভালবাসা বলে নেই তো কিছু , ভালবাসা মানে ফাকি । ((


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.