জানিনা
প্রতিদিন সকালে উঠে রাস্তায় নামতে হই ঢাকার প্রায় সবাইকে | যাদের গাড়ি আছে, তাদের সবাইকে সিগনাল এর দিকে তাকাতেই হবে রাস্তায় বের হলে | সিগনাল বাতি একদিকে লাল হই তার পর-পরই অন্য দিকে সবুজ হয় | ট্রাফিক পুলিশ বাসী মারে, হাত নাড়ে | লাল বাতি জলা দেখে কই জন চাকায় বেরেক করে? বাতি লাল হওয়ার পরেও গাড়ি আসতেই থাকে | যে সাইডে সবুজ বাতি জলছে ওই সাইডের গাড়ি রাস্তার মাঝ বরাবর না আসা পর্যন্ত গাড়ি আসতেই থাকে | দুর্বল গাড়িকে বড় গাড়ি পরোয়া করে না | মাঝে এসে এক গাড়ি আর এক গাড়িতে লেগে যাই তার পর পুলিশ ভাইরা থামাতে সক্ষম হয় | কিন্তু কি হওয়া উচিত? যারা গাড়ি চালায় আমি মনে করি প্রায় সবাই শিক্ষিত | তার পরও যদি এইরকম হয়? যারা রাস্তায় চলি তাদের লইফের কি কোনো মুল্য নেই? কেন একজন আর এক জন এর কথা ভাবি না?
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।