আমাদের কথা খুঁজে নিন

   

সরকারি চাকুরিগুলোতে বাংক ড্রাফট্ প্রসংগে....।

আমি খুজছি তোমাকে...হে বন্ধু আমার...

এই বেকার জীবনে সরকারি চাকুরির জন্য আবেদন করে নাই এমন লোকের সংখ্যা হাতেগোনা। যারা করেছেন তারাই যানেন মামা খালু ছাড়া সরকারি চাকরী যেন সোনার হরিণ। সরকার কি নিয়ম করলো যে , সরকারী চাকরীগুলোতে আবেদন করতে হলে ব্যাংক ড্রাফট্ করতে হবে। কিন্তূ বারবার করেও লাভ নাই..পরীক্ষা পিছিয়ে যায়....তার মানে আরো ব্যাংক ড্রাফট্ ...আরো টাকা...কিন্তু চাকরী পাবে ভাগীনারা... আর, বেকারদের করা সেই ড্রাফট্ এর টাকা গুলি শ্রাদ্ধ...নাকি চলে যায় "ব্লাক-হোল" এর অতল গভীরে...আমরা তা কেউ যানি না... কবে বন্ধ হবে এই ছিনিমিনি খেলা....। কতৃপক্ষের নিকট আবেদন, এই ড্রাফট্ সিস্টেম তুলে দিন.. আমরা চাই , অপার সম্ভাবনার সুযোগ হোক সবার..ভাষার মাসে এই আমাদের প্রত্যাশা...

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.