আমাদের কথা খুঁজে নিন

   

উত্তর বঙ্গের বিখ্যাত পিকনিক স্পট ভিন্ন জগত কর্তৃপক্ষের প্রতারনা প্রসঙ্গে



গত ১৮-০২-২০১১খ্রি. তারিখে উত্তর বঙ্গের বিখ্যাত পিকনিক স্পট ভিন্ন জগতে পিকনিক করতে গিয়েছিলাম সেখানে প্রতিটি বাসের প্রবেশমুল্য ৮০০/- যাত্রীসহ । যথারীতি প্রবেশ মূল্য প্রদান করে প্রবেশ করারপর সবাই ঘুরতে বেরোলাম তো সেখানে বিভিন্ন রাইড আছে সেসকল রাইডে উঠার জন্য ১০/- জন প্রতি পরিশোধ করতে হয়। কিন্তু আজবগুহা নামে একটি আইটেমে ঢুকার জন্য ১০/-টাকা প্রদান করে আমরা ঢুকলাম তারপর সেখানে দর্শনীয় কিছুই নেই শুধু কয়েকটি ভাষ্কর্য ছাড়া, যেখানে আমরা প্রায় কিলোখানেক হেঁটে অন্য একটি রাস্তা দিয়ে বের হয়ে এলাম প্রতারনা বলছি এই জন্য যে এখানে রাইডের মতো কোনো বিদ্যুত বা লোকবল লাগেনি যা করার (হাটা )তা আমরা নিজেরাই করেছি তবুও দশ টাকা নেওয়া কেন? তারপর আমরা গেলাম থ্রিডি জু নামক আইটেমে তো সেখানে ঢুকতেই লম্বা লাইন, লাইন দেখে মনে হয় না জানি কি যেন....ভিতরে আছে, যাহোক লাইন কমতে কমতে যখন কাউন্টারের কাছে চলে এলাম তখন জানলাম যে কর্তৃপক্ষের কাছে নাকি চশমা নেই। চশমা দিয়ে কি হবে? থ্রিডি জু দেখতে নাকি চশমা লাগে। তো চশমা পেলাম ভাঙ্গা চশমা, চশমা চোখে দিয়ে ভিতরে যেয়ে দেখি কর্তৃপক্ষের একজন বললো সামনে যে বাধাইকরা ছবি গুলো দেখছেন তা আপনারা চশমা চোখে দিযে ১০/১৫ সেকেন্ড দেখেন দেখতে পাবেন ছবি গুলো জীবন্ত দেখাচ্ছে। আমরা প্রায় ১-২ মিনিট তাকিয়ে থাকার পরও কোন কিছু দেখতে পেলাম না। অতপর আমরা বরফের দেশে গেলাম নাম গুলো শুনে মনে হয না জানি কি যেন... বরফের দেশে যেয়ে আমরা দেখি সেখানে ফুল ভলিউমে গান বাজছে আর কয়েকটি ছেলে উদ্দাম নৃত্য করছে আসলে ওটা বরফের দেশ নয ওটা নাইট ক্লাবের একটি সংস্করন মাত্র।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.