আমাদের কথা খুঁজে নিন

   

দক্ষিণ আফ্রিকা ও ইংল্যান্ডকে হারিয়ে জয়ের ধারায় ফিরবে বাংলাদেশ

zahidmedia@gmail.com

বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে ভারতের কাছে বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ। কিন্তু টাইগাররা দক্ষিণ আফ্রিকা ও ইংল্যান্ডকে হারিয়ে জয়ের ধারায় ফিরতে পারে বলে মনে করেন বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক হাবিবুল বাশার। তিনি মনে করেন গ্রুপ 'বি'- তে বাংলাদেশ সবচেয়ে শক্তিশালী দলের বিপক্ষে ম্যাচ খেলেছে। যদিও ভারত ৮৭ রানে জিতেছে কিন্তু বাংলাদেশ বিশাল অংকের রান তাড়া করতে গিয়ে ভালো ব্যাটিংই করেছে। তিনি আরো বলেন 'আমাদের এখনো ৫টা ম্যাচ বাকি আছে এবং এর মধ্যে তিনটি অথবা চারটি ম্যাচ জিতলেই আমরা দ্বিতীয় রাউন্ডে খেলতে পারব।

যেহেতু আমরা ইতিমধ্যে শক্ত প্রতিপক্ষের সঙ্গে খেলেছি কাজেই আপাতত আমাদের আর কোনো চাপ নেই। ' গ্রুপে আয়ারল্যান্ড ও নেদারল্যান্ডের সঙ্গে ম্যাচ প্রসঙ্গে তিনি দাবি করেন, বাংলাদেশ খুব সহজেই তাদের হারাবে। আর ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে ম্যাচটা সতর্কতা ও সূক্ষ্ম পরিকল্পনায় খেলতে পারলে জয় নিশ্চিত। ইংল্যান্ডের সঙ্গে ম্যাচের ক্ষেত্রে তিনি বলেন, 'তাদের হারানোর রেকর্ড ও যোগ্যতা আমাদের আছে। ' ভারতের সঙ্গে টসে জিতে পরে ব্যাটিং নেওয়ার ব্যপারে বাশার বলেন, আমি যদি অধিনায়ক হতাম তবে কখনোই ভারতের মতো শক্তিশালী দলকে আগে ব্যাট করতে পাঠাতাম না।

কারণ তারা বিশ্বের যে কোনো দলের বিপরীতে ব্যাটিং করে অনেক বড় রানের স্কোর গড়তে পারে। অন্য যে কোনো দলের ক্ষেত্রে এই সিদ্ধান্ত ঠিক ছিল। ' হাবিবুল বাশারকে বাংলাদেশের সফলতম অধিনায়ক হিসেবে বিবেচনা করা হয়। তিনি ২০০৪ থেকে ২০০৭ পর্যন্ত বাংলাদেশ ক্রিকেট দলকে নেতৃত্ব দেন। তবে ২০০৮ সালে ভারতের নিষিদ্ধ ঘোষিত টুর্নামেন্ট আইসিএল এ বাংলাদেশের একটি দলের নেতৃত্ব দেয়ায় তাকে ১০ বছরের জন্য ক্রিকেট থেকে নিষিদ্ধ করা হয়।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.