!
ফোনেটিক বাংলা লেখা অনেক সহজ। এই লেখটাও ফোনেটিক কিবো্র্ড ব্যবহার করেই লিখছি কারন আমি অন্য কোনভাবে বাংলা লিখতে পারিনা ।
তবে আমার কাছে ফোনেটিক বাংলা ব্যবহার ভাল মনে হয় না। কারন এভাবে ইংরেজী অক্ষর ব্যবহার করলে বাংলা অক্ষর এর কি দরকার। ইংরেজী অক্ষরে বাংলা লেখা হলেওতো আমরা বুঝতে পারি।
ফেসবুকে দেদার ব্যবহার হছ্ছে। এভাবে চলতে থাকলে তুর্কি ভাষার মত কোন এক সময় আমাদের অক্ষর বদল হয়ে যেতে পারে।
তার উপর এফ.এম / ডিজুস প্রজন্মের হাতে আমাদের ভাষা মোটেও নিরাপদ নয়। হিন্দি/উর্দূ আর ইংরজী শব্দের যথেচ্ছ ব্যবহার, বাংলা ভষার পতনের গতি বাড়িয়ে দিচ্ছে। ভাষার শুদ্ধ চর্চার ক্ষেত্রগুল ক্রমেই সংকুচিত হচ্ছে।
আমার লেখার অভ্যাস নেই, তাই গুছিয়ে লিখতে পারছিনা, তবে আশা করি বুঝতে পারছেন কি বলতে চাচ্ছি। আপনার মন্তব্য দিন।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।