আমাদের কথা খুঁজে নিন

   

উবুন্টুতে অভ্র ফোনেটিক ইন্সটল করার নিয়ম

ক্লান্ত পথিক উবুন্টুতে বাঙলা টাইপিং কিছুটা ঝামেলা। তবে সহজ উপায়ে ইন্সটলেশন এর পদ্ধতি নিচে লিখলাম। আশা করি এটা ফলো করলে তেমন ঝামেলা হবে না। ০১. প্রথমেই scim package ইন্সটল করতে হবে। Standard Common Input Method (SCIM) হলো input language shifting interface. scim ইন্সটলেশনের সময় প্রথমে এর dependent library "libscim8c2a" ইন্সটল করতে হবে।

এরপর scim ইন্সটল করতে হবে। সবার সুবিধার্থে ইন্সটলেশন কমান্ড নিচে লিখে দিচ্ছি: #apt-get install libscim8c2a libscim8c2a ইন্সটল হলে নিচের কমান্ড লিখতে হবে, #apt-get install scim ০২. scim ইন্সটল হয়ে গেলে এরপর scim language হিসাবে অভ্র ইন্সটল করতে হবে। এরজন্য যে package দরকার তার নাম scim-avro । এইটা ইন্সটলের জন্য নিচের লিংক ক্লিক করুন, ক্লিক করুন এরপর যেখানে এটা ডাউনলোড করেছেন সেই ডিরেক্টরিতে গিয়ে নিচের কমান্ড টাইপ করুন, #dpkg -i scim-avro_0.0.2-1ubuntu9.04_i386.deb এরফলে scim-avro package সিস্টেমে ইন্সটল হবে। ০৩. এরপর টার্মিনাল ওপেন করে নিচের কমান্ডটি টাইপ করুন, #scim-setup এরপর একটা graphical interface আসবে।

নিচের সেটিংসগুলো ফলো করুন, FrontEnd > Global Setup Keyboard Layout = English(US) Trigger= Control+space এরপর, IMEngine > Global Setup Bengali এবং Other এ টিক দিতে হবে। তারপর ok দিয়ে বের হয়ে আসতে হবে। বি.দ্র.: উপরের দুটো সেটিংস সাধারনত ডিফল্ট সেটিংস হিসাবেই থাকে। না থাকলে উপরের সেটিংস অনুযায়ী পরিবর্তন করতে হবে। ০৪. এরপর টার্মিনালে নিচের কমান্ডটি টাইপ করুন, # im-switch এরপর একটা graphical interface আসবে।

এখানে "Use SCIM via xim(scim)" এই রেডিও বাটনটি সিলেক্ট করুন এবং ok ক্লিক করে বের হয়ে আসুন। এরপর gdm restart দিন। ০৫. আপনার উবুন্টুতে অভ্র ইন্সটল হয়ে গেছে আপনি ফেসবুক অথবা অন্য কোথাও বাংলা টাইপ করতে গেলে Control+space দিন। নিচে দেখবেন অভ্র ফোনেটিক অপশন চলে আসবে। আবার ইংরেজি টাইপ করতে গেলে পুনরায় Control+space দিন।

সবকিছু ঠিকমতো কাজ করলে আমাকে একটা ধন্যবাদ দিতে ভুলবেন না। \m/ ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.