অতি সাধারণ....প্রধানমন্ত্রী হলে দেশটারে সাজাইতাম
কল্পনার দুনিয়ায় অপরাধীদের বিরুদ্ধে যুদ্ধ করে বেড়ানো সাইবর্গ রোবোকপের ভাষ্কর্য তৈরি হচ্ছে। সম্প্রতি সোশ্যাল নেটওয়ার্কিং সাইটগুলোতে প্রচারণা চালিয়ে এই ভাষ্কর্য তৈরির জন্য অর্থ সংগ্রহ করেছে একটি দল। খবর টেলিগ্রাফ অনলাইন-এর।
সংবাদমাধ্যমটি জানিয়েছে, রোবোকপের এই ভাষ্কর্য বসছে ডেট্রয়েটে। সেখানকার মেয়র এবং উর্ধ্বতন কর্মকর্তাদের এই ভাষ্কর্য বসানোর জন্য রাজিও করে ফেলেছে এই দলটি। তাদের বক্তব্য, ‘এটা ভালো উদ্দেশ্যেই করা হচ্ছে’।
সংবাদমাধ্যমটি জানিয়েছে, রোবোকপের মূর্তি তৈরির জন্য অর্থ সংগ্রহের এই উদ্দেশ্য টুইটারে অনেক দিন ধরেই টপ ট্রেন্ড হিসেবে ছিলো।
উল্লেখ্য, ইয়াহু সার্চের এখন সেরা দশ সার্চের মধ্যে একটি থাকে রোবোকপ।
জানা গেছে, রোবোকপের ৭ ফুট উচ্চতার এই মূর্তিটি তৈরিতে ৫০ হাজার ডলার ব্যয় হবে।
বিডিনিউজটোয়েন্টিফোরডটকম/মিন্টু/এইচবি/এইচআর/ফেব্রুয়ারি ১৯/১১
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।