বছর দুয়েক আগের কথা। বিশ্ববিখ্যাত ব্রিটিশ রিয়্যালিটি’শো “বিগ ব্রাদার”এ ভারত’কে প্রতিনিধিত্ব করতে গেলেন ভারতীয় অভিনেত্রী শিল্পা শেঠী। অনুষ্ঠানটির এক পর্বে শিল্পা শেঠীকে উদ্দেশ্য করে এক সাদা চামড়ার অভিনেত্রী বলে বসলেন “ভারতীয় কালো কুত্তা”। আর যায় কোথায়, সাথে সাথ গর্জে উঠলো ভারতীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া। শুধু তাই নয়,ভারতীয় পররাষ্ট্র মন্ত্রী পর্যন্ত ব্রিটিশ সকারকে আনুষ্ঠানিক প্রতিবাদ জানান।
ব্রিটিশ সরকার’ও এ ঘটনার প্রেক্ষিতে দুঃখ প্রকাশ করে এবং অনুষ্ঠান কতৃপক্ষ সেই সাদা চামড়ার অভিনেত্রীকে “বিগ ব্রাদার” শো থেকে সড়িয়ে নিতে বাধ্য হয়।
কিছুদিন আগে ঠিক এমনই বরং বলা যেতে পারে তার চেয়েও চরম ধৃষ্টতাপূর্ণ আচরণ করলো ভারতীয় টিভি চ্যানেল “Star Cricket”,তাও আবার আমাদের প্রিয় মাতৃ্ভূমি “বাংলাদেশ”এর সম্মানের সাথে।
বিশ্বকাপ ক্রিকেট ২০১১’র গ্রুপ B’ভুক্ত দেশগুলোর নাম প্রদর্শনের সময় তারা বাংলাদেশের নামের পাশে প্রদর্শন করলো পাকিস্তানের পতাকা!!!!!!!!
ধিক “Star Cricket”। ধিক শত কোটি বার....................।
এখন প্রশ্ন হলো,যেখানে ভারতীয় অভিনেত্রীকে ব্যক্তিগত গালমন্দ ভারত দেশের অসম্মান হিসেবে বিবেচনা করে, সেখানে বাংলাদেশের পতাকা পাল্টে দিয়ে আমাদের স্বাধীনতা-সার্বভৌমত্বের প্রতি চরম ব্যঙ্গ করার পরও নিশ্চুপ কেনো আমাদের সরকার???
নিশ্চুপ কেনো আমাদের মিডিয়া?????ব্লগিং সাইটগুলোতেও সরব প্রতিবাদ লক্ষ্য করা যাচ্ছেনা।
আমরা কি এতটাই আত্ম-মর্যাদাহীন ও মেরুদন্ডহীন এক জাতি??????
দেশের সম্মানের প্রতি চরম অবমাননাকর এই ঘৃণ্য আচরণের বিরুদ্ধে কেউ প্রতিবাদী হোক বা না হোক একজন বাংলাদেশী হিসেবে আমি আমার স্থান থেকে “Star Cricket”এর এই ন্যক্কারজনক আচরণের তীব্র প্রতিবাদ জানাচ্ছি।
“ধিক “Star Cricket”। ধিক শত কোটি বার....................। ‘’
তথ্যসূত্রঃ Click This Link
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।