ফুলটাইম ক্রুয়েল জোকার, পার্ট টাইম সিরিয়াস
প্রথমেই খানিকটা অফটপিকে কথা বলি।
অট.
১. বাংলাদেশ ছাড়া অন্য কোনো দল খেলার সময় একটা উইকেট পড়লে আমাদের আনন্দের চেয়ে ভয় বেশি লাগে । । আজব । ।
শুধু বাংলাদেশের একটা উইকেট পড়লে মুখ কালো করে বসি, এই বুঝি সব গেলো । । মনে মনে প্রার্থনা করব, আবার অবিশ্বাস ও রাখবো ... এমন করলে ছেলেরা সাহস টা পাবে কোথ্থেকে ????? ভয় মানুষকে পিছিয়ে দেয় । । ভয় মানুষের আত্নবিশ্বাস ধ্বংস করে ।
। মানুষের অসীম মানসিক শক্তিকে সীমাবদ্ধ করে দেয় । । যাদের সাথেই খেলি .. এরা জাস্ট একটা অপনেন্ট ছাড়া আর কিচ্ছু না । ।
এইটুকু ধরে নিয়েই মাঠে খেলা উচিত । । আমরা যদি নিজেরাই নিজেদের অসম্মান করি, তাহলে কে আমাদের সম্মান দেখাবে । । আমরা যদি নিজেরাই নিজেদের উপর বিশ্বাস হারাই, তাহলে জিতবে কারা ??? শান্ত থাকা উচিত ।
। ধৈর্য্য ধরে একবার এই ছেলেগুলোর পুরো প্রচেষ্টা দেখা উচিত। । আমাদের এতটুকু বিশ্বাস তো রাখা উচিত - মাঠে তারা নামে দেশের মান রক্ষার জন্যই । ।
খেলার জন্যই । । জেতার জন্যই । । একটু খারাপ হলেই , "হাহ-জানতাম এমনটাই করবে" - এইটাইপের মনোভাব নিয়ে প্রার্থনা করলে সেটা কেউ কোনোদিন শুনবে না ।
। সেটা শুভকামনাও হবে না । । সেটা হবে .. যুদ্ধে নামার আগেই হেরে বসা । ।
আর যুদ্ধাস্ত্র কেড়ে নিয়ে যুদ্ধের মাঠে ঠেলে দেয়া । । আমরা নিজেরাই নিজেদের অনেক ছোটো করে ফেলি । । নিজেদের ছেলেদের সম্ভাবনা গুলো বাজে কথা বলে বলে নষ্ট করি ।
। । ................................ আশাকরি, ইমরুল কায়েসের স্টার্টিং টা শেবাগদের চেয়ে কম ভালো ছিলো না এই ব্যপারে সবাই একমত । । বরং প্রথম পাচ ওভার আমরাও দেখাইছি, খারাপ বল করলে আমরাও তাদের চেয়ে ২০-৩০ রানে এগিয়ে থাকতে পারি কোনো উইকেট খরচ না করেই ।
।
২. আজকেও খেলা দেখার সময়, দেখি ভারত-পাকিস্তানের সাপোর্টাররা চ্যাচামেচি শুরু করে দিলো । । বুঝলাম না হচ্ছে বাংলাদেশের খেলা ... আর এরা বসে আসে এই তর্কে । ।
মেজাজটা এমন খারাপ হল , আমি বললাম
লজ্জা করে না তোদের , যে পাতে খাস, সেই পাতেই মুতিস । । বাংলাদেশে বড় হলি সারাজীবন, এখানকার আলোবাতাসে বড় হলি । আর এখন বাংলাদেশের খেলার দিন তর্ক করতেছিস এইটা নিয়ে । ।
এখানে ধর্মও কোনো বড় ফ্যাক্টর না । । তোরা সেগুলোকে টেনে নিয়ে আসছিস । । ভারতে মুসলিম নাই??? পাকিস্তানে হিন্দু নাই ??? তারা কি নিজ দেশ বাদ দিয়ে আর এক দেশের জন্য প্রার্থনা করে ?? একজন ইন্ডিয়ান যে ধর্মের ই হোক সে কি পাকিস্তান জিতুক এইটা চাইবে ।
। নাকি কোনো পাকিস্তানি চাইবে ইনডিয়া জিতুক । । কিমবা এদের দেশের কেউ কি চাইবে . .. বাংলাদেশ জিতুক??? মাঠে তাদের কতকের আচরণ দেখলে মনে হয়, এক একজন ক্রিকেটের হর্তাকর্তা। ।
তারা করলে কিচ্ছু না। । কোনো বাঙালি করলে সীমা লংঘন। । তারা আমাকে বলল, খেলার ব্যপারে সাপোর্ট নাকি ব্যক্তিস্বাধীনতার ব্যপার ।
। আমি বললাম , ভালো, তোদের যদি আমি এই মুহুর্তে ইন্ডিয়া এবং পাকিস্তানে রেখে আসতে পারতাম ,, তাইলে বুঝতিরে নিজের মালিক ছাড়া পরের বাড়ি যায়া কোনো কুত্তা ভাত পায় না । । হোল ইনডিয়া , হোল পাকিস্তান তাদের নিজ নিজ দের সাপোর্ট করে । ।
তাদের কি তোদের মতো আরো সাপোর্টার লাগবে ?? আর ব্যক্তিস্বাধীনতার কথা বলতেছিস ?? নিজের মায়ের কবর খুড়ে তার উপর পা দিয়ে দাড়িয়ে ব্যক্তিস্বাধীনতার কথা বলতেছিস । । বাহ তোদের উপলব্ধি দেখে .. আজ খুব হাসি পাচ্ছে । । তোদের এমনতরো ব্যক্তিস্বাধীনতা দেখলে স্বয়ং খোদ ইন্ডিয়া এবঙ পাকিস্তানে সাপোর্টাররা মনে মনে হাসবে, এমন বলদ জাতি ও হয় ।
। । মনে রাখিস, সেরেনা উইলিয়ামস আর ভেনাস উইলিয়ামস যখন মুখোমুখি দাড়ায় , তারা তখন বোন না প্রতিপক্ষ । । তখন কেউ কাউকে ছাড় দিয়ে খেলে না ।
। ক্রিকেট টা মাঠে যুদ্ধ । । আমার দেশের ব্যাপারে তখন আমি গোড়া । ।
স্বপ্ন দেখতে ছাড় দেবো না একফোটা। । আর শুরু যখন করেছি ফলাফল পাবোই । । ।
সেদিন তোরাই আমাদের ধাক্কিয়ে সামনে যাবার চেষ্টা করবি । । একাত্তরের ১৬ ডিসেম্বরে হঠাৎ একদল মুক্তিযোদ্ধার আবির্ভাব হয়েছিল যাদের সিকসটিনথ স্কোয়ার্ডন বলা হতো। । এরা যুদ্ধ করে নাই।
। ধরা পরার ভয়ে , কিছু অস্ত্র শস্ত্র কালেক্ট করে জয় বাংলা শ্লোগান ধরেছিলল । । আসল মুক্তিযোদ্ধাদের অনেকেই তাদের কাছে পর্যুদস্ত হয়েছিলো। ।
তবে ভয় নেই । । এবার আর পারবি না । জিতব আমরা ঠিক ই । ।
সেদিন ভুলেও কাছে ভেড়ার চেষ্টা করিস না । ।
৩. আমি ভাদা না , রাজাকার না । । ।
আমি বাংলাদেশের দালাল । । ।
...................... এবার বাংলাদেশের সাপোর্টারদের কিছু বলব ..................
মন থেকে চেয়ে দেখনা তোরা , দেখনা কিছু তো হতেও পারে । ।
ভেবে দেখতো এমন কি হতে পারে না যে,
আমরা দেশের মানুষ এতদিন মনেপ্রাণে বিশ্বাস করিনি এটা যে
- হবে। এই ছেলেদের দিয়েই হবে । । এরাই জিতবে সবার সাথে । ।
এজন্যই হচ্ছে হচ্ছে করেও এতদিন হয়নি । ।
আমরা ধরেই রেখেছি হবে না
তাহলে কিভাবে হবে ????
যদি ছোটোবেলা থেকে এটা শুনে বড় হোস
তোকে দিয়ে কিচ্ছু হবে না
তাহলে তোর দ্বারা কিচ্ছু হবে কিভাবে
???
দুনিয়া একদিকে তো, তোর আশা একদিকে
..
তাহলে দেখবি .. প্রথমে কিছু না পেলেও পরে পেতে থাকবি
মানুষ তার আশার সমান বড়
সূর্যের দিকে তীর ছুড়লে সেটা মিনিমাম তো গাছের মগডালে লাগবে তাইনা
?
যখন সবাই বিশ্বাস করতে শিখবে আমরা জিতবই । ।
তখন দেখিস ঠিক ঠিক হয়ে যাবে ।
। আমরা জিতবই । । জিতবই । ।
। । । মানষিকতা টা অলরেডি তৈরি হয়ে গেছে । ।
ফলাফল টা তৈরি হতে কিছুদিন সময় দে । ।
সেদিন আমি বা আমরা হয়ত থাকবো না
যদি তোরা থাকিস...
তোরা বিশ্বাস করিস...
আশা রাখিস । । ঘরের ছেলেদের বিশ্বাস না করলে কাদের করবি???
..দেখিস অনেক কিছু বদলে যাবে .. এরাই জিতবে ।
। জিতবেই বিশ্বাস রাখ । ।
জয়তু বাংলাদেশ । ।
জয়তু বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল । । জয়তু রয়েল বেংগল টাইগার্স
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।