ছয় ওভার খেলা দেখে অফিসে আসলাম। রান ছিল ৪৫। এখন রান ৩৪ ওভারে ২২৪। শেষ পর্যন্ত ভারত কোথায় গিয়ে থামবে? ৩৬০ বা ৪০০ হয়ে যাবে নাকি?
মিরপুর স্টেডিয়ামে যে দল আগে ফিল্ডিং নেয়, তাদের জয়ের সম্ভাবনা বেশি থাকে। কিন্তু আজ পিচের যে অবস্থা ছিল, তাতে অবশ্য ওই তত্ত্ব খাটে না।
সাকিব কেন ফিল্ডিং নিতে গেলেন, বোঝা গেল না। পিচ তো আদ্র নয়, নিস্প্রাণ ও ফ্লাট। এখানে বোলারদের সুবিধা পাওয়া সহজ নয়। তার ওপর আমাদের পেস আক্রমণ ভালো নয়। রুবেল তাও যা একটু, শফিউল তো রীতিমত হতাশ করছেন।
রবি শাস্ত্রীর ভাষায়, অর্ডিনারি বোলার।
অফিসের এক সহকর্মী বললেন, সম্ভবত লোটাস কামালের পরামর্শে বাংলাদেশ আগে ফিল্ডিং নিয়েছেন। তার কারণেই এই সিদ্ধান্ত!!!
এটা নিছক মজা করার জন্য তিনি এ কথা বলেছেন।
তবে যত সময় যাচ্ছে, আমাদের হতাশা বাড়ছেই। ভারতের দর্শকদের যেখানে আনন্দ, সেখানেই আমাদের চরম নিরানন্দ।
কিন্তু আমরা এই ১৬ কোটি বাঙালি একটু আনন্দ চাই। প্লিজ সাকিব, কিছু একটা করুণ।
তারপরও হতাশ হতে চাই না। ভারত বড় দল। ভারত হয়তো জিতবে, এটাই হয়তো স্বাভাবিক।
কিন্তু আমাদের আরেকটু ভালো ক্রিকেট খেলা দরকার ছিল। শেষ পর্যন্ত আমি, আমরা সেটাই চাইব।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।